নিরামিষ ছোলার ডাল (niramish cholar dal recipe in Bengali)

Jharna Shaoo
Jharna Shaoo @jharnashaoo_01

#sn

নিরামিষ ছোলার ডাল (niramish cholar dal recipe in Bengali)

#sn

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৫-৬ জনের জন্য
  1. ২ কাপ ছোলার ডাল
  2. ২০০ গ্ৰাম পনির
  3. ১ টিতেজপাতা
  4. ১টি শুকনো লঙ্কা
  5. পরিমাণ মত গোটা গরম মশলা (২টি ছোট এলাচ, ১ইঞ্চি ডাল চিনি, ২টি লবঙ্গ)
  6. ১/২চা চামচ হলুদ গুঁড়ো
  7. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  8. ১চা চামচ ধনে গুঁড়ো
  9. ১চা চামচ জিরে গুঁড়ো
  10. ১ টেবিল চামচ গ্ৰেট করা আদা
  11. ১টি ছোট টমেটো কুচি
  12. ১ মুঠো ধনেপাতা কুচি
  13. ৪টে চেরা কাঁচা লঙ্কা
  14. স্বাদ অনুযায়ীলবণ ও চিনি
  15. পরিমাণ অনুযায়ীসর্ষের তেল
  16. ২চা চামচ ঘি
  17. ১চা চামচ গরম মশলার গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    প্রথমে ছোলার ডাল ভালো করে ধুয়ে নিয়ে জল দিয়ে তিন ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর ভেজানো ডাল টা জল ঝড়িয়ে প্রেসার কুকারে তিনটি সিটি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এমনভাবে সিদ্ধ করতে হবে, যাতে ডাল টা গলে না যায় অথচ সিদ্ধ হয়ে যায়।

  2. 2

    এরপর পনির ছোট টুকরো করে ভেজে নিতে হবে।

  3. 3

    এবার কড়াতে পরিমাণ অনুযায়ী তেল ও ঘি গরম করে, তেজপাতা ও শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, টমেটো কুচি ও আদা দিয়ে ভালো করে কষে নিয়ে একে একে গুঁড়ো মশলা গুলি দিয়ে কষে নিয়ে পরিমাণ মতো লবণ ও চিনি দিয়ে সিদ্ধ করা ডাল দিয়ে আরও কিছুক্ষণ কষে নিয়ে পরিমাণ মতো জল ও পনির গুলি দিয়ে, এক চা চামচ ঘি ও গরম মশলার গুঁড়ো,চারটি কাঁচালঙ্কা চেরা ও ধনেপাতা কুচি দিয়ে দু- তিন মিনিট ফুটিয়ে নিতে হবে।

  4. 4

    এবার তৈরি নিরামিষ ছোলার ডাল। গরম গরম লুচি, পরোটা ও রুটির সঙ্গে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jharna Shaoo
Jharna Shaoo @jharnashaoo_01
আমি রান্না করতে ভালবাসি, নিত্য নতুন রান্না কুকপ্যাড থেকে শিখে বানানোর চেষ্টা করি।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes