লুচি আলুর দম (luchi aloor dum recipe in Bengali)                                  

Nivedita Sarkar
Nivedita Sarkar @pinkycook_26416947

#sn

লুচি আলুর দম (luchi aloor dum recipe in Bengali)                                  

#sn

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৪ জনের জন্য
  1. ২ কাপ মযদা
  2. ২ কাপ আটা
  3. ১/২ চা চামচ চিনি লুচির জন্য
  4. ২চিমটি নুন লুচির জন্য
  5. ২ কাপ সাদা তেল
  6. আলুর দম এর জন্য
  7. ৮ টি আলু
  8. ১/২ চামচ গরম মশলা গুঁড়ো
  9. স্বাদ মত নুন
  10. ১/৩ চা চামচ হলুদ গুঁড়ো
  11. ২ চা চামচ কসুরি মেথি
  12. ৫-৬ টি কাজু বাটা
  13. ১ চা চামচ জিরে গুঁড়ো
  14. ১ চা চামচ ধনে
  15. ১ চা চামচ সব্জী মশলা
  16. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  17. ১/২ চা চামচ চিনি
  18. ২ চা চামচ ঘি
  19. ২ টি শুকনো লঙ্কা
  20. ২ টি তেজপাতা
  21. ১ টি টমেটোর পেস্ট
  22. ১চা চামচ আদা বাটা
  23. ১/৪ চা চামচগোটা জিরে

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    ময়দা, আটা, নুন, চিনি, সাদা তেল ভালো করে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে মেখে নেবো।

  2. 2

    ছোট ছোট লেচি কেটে লুচির মতো বেলে নিয়ে সদা তেলে লুচি গুলো ভেজে নেবো।

  3. 3

    আলুর দম এর জন্য, আলু গুলো ভালো করে ধুয়ে নিয়ে হাফ - হাফ করে কেটে নেবো।

  4. 4

    কাটা আলু গুলো ৭৫% সেদ্ধ করে নেবো।

  5. 5

    করাইতে তেল দিয়ে দেবো, অল্প ঘী দেবো তার পর গোটা জিরা, সুকনো। লন্কা,আদা বাটা, তেজপাতা, গোটা গরম মসলা ফোরোন দেবো ।

  6. 6

    সেদ্ধ করে রাখা আলু গুলোর খোসা ছাড়িয়ে নেবো, আর করাইতে দিয়ে দেবো, তার পর সাব্দ মতো নুন, হলুদ, টমেটো পেস্ট, জিরা গুরো, ধনে গুরো, লন্কা গুরো, সবজি মসলা চিনি দিয়ে ভালো করে কসিয়ে নেবো।

  7. 7

    মসলা গুলো তেল ছারতে লাগলে, কাজু বাটা ও গরম মসলা দিয়ে ১ কাপ জল দিয়ে ঢেকে রেখে দেবো ১০-১৫ মিনিটর জন্য। কসুরীমেথি ও ঘী দিয়ে ভলো করে মিলিয়ে নামিয়ে নেবো। আমার লুচি ও আলুর দম পরিবেশনের জন্য রেডি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nivedita Sarkar
Nivedita Sarkar @pinkycook_26416947

মন্তব্যগুলি

Similar Recipes