আলুর দম (Aloor dum recipe in Bengali)

Amrita Chakroborty
Amrita Chakroborty @amrita_95
Surat

আলুর দম (Aloor dum recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০-২৫মিনিট
৩-৪জন
  1. ৫-৬ টি আলু
  2. ১ টি পিঁয়াজ বাটা
  3. ১ টেবিল চামচ আদা বাটা
  4. ১টেবিল চামচ রসুন বাটা
  5. ১ টি টোম্যাটো পেস্ট
  6. ১/৪ কাপ টক দই
  7. ১টেবিল চামচ হলুদ গুঁড়ো
  8. ১ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  9. ১ টেবিল চামচ জিরে গুঁড়ো
  10. ১ চা চামচ ধনে গুঁড়ো
  11. ১ চা চামচ কসুরি মেথি
  12. ১.২ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো
  13. ১ টি তেজপাতা
  14. ১ চা চামচ গোটা জিরে
  15. ২-৩ টি কাঁচা লঙ্কা
  16. ১/৪ কাপ ধনে পাতা কুচি
  17. স্বাদ অনুযায়ীনুন ও চিনি
  18. পরিমান মতোতেল

রান্নার নির্দেশ সমূহ

২০-২৫মিনিট
  1. 1

    গোটা খোসা শুদ্ধ আলু সেদ্ধ করে নিয়ে ভেজে তুলে রাখতে হবে।

  2. 2

    এরপর তেজপাতা ও গোটা জিরে দিয়ে নেড়ে কাঁচা লঙ্কা,পিঁয়াজ, আদা,রসুন বাটা দিয়ে ভালো ভাবে ভেজে নিতে হবে। এরপর টোম্যাটো পেস্ট দিয়ে নাড়তে হবে।

  3. 3

    একে একে হলুদ, লঙ্কা, জিরে, ধনে নুন, চিনি ও টক দই দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

  4. 4

    কষানো হলে মশলা থেকে তেল ছাড়লে আলু দিয়ে কষিয়ে নিন ১-২ মিনিট। এরপর ধনে পাতা কুচি, গরম মশলা ও পরিমান মতো জল দিয়ে ঢেকে রেখে ফুটিয়ে নিন।

  5. 5

    ঝোল গা মাখা মাখা হয়ে আসলে কসুরি মেথি ছড়িয়ে গ্যাস বন্ধ করে ২-৩ মিনিট ঢেকে রাখলেই তৈরী আলুর দম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Amrita Chakroborty
Surat
I'm a teacher.. My hobby is cooking.. I try to make some new dishes..nd follow different recipes..
আরও পড়ুন

Similar Recipes