নবাবি আন্ডা (nawabi anda recipe in Bengali)

Tiya Roy
Tiya Roy @cook_36413169

নবাবি আন্ডা (nawabi anda recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘণ্টা
৪ জনের
  1. ৪টে হাঁসের ডিম
  2. ১ টা বড় পেঁয়াজ
  3. ২ চা চামচআদা,রসুন বাটা
  4. ২০ টাকাজু বাদাম
  5. ৪ চা চামচফেটানো দই
  6. ১ ইঞ্চ দারচিনি
  7. ৫+ ৩+টা লবঙ্গ, ছোট এলাচ
  8. ১ চা চামচলঙ্কা গুঁড়ো
  9. ২ চা চামচহলুদ গুঁড়ো
  10. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  11. ১/২ চা চামচজিরা গুঁড়ো
  12. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  13. ২ চা চামচঘি
  14. স্বাদ অনুসারে নুন
  15. পরিমাণ মতসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

১ঘণ্টা
  1. 1

    ডিম গুলো সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে খোসা ছড়িয়ে নিয়ে নুন হলুদ ও লংকা গুঁড়ো মেখে হালকা ভেজে নিতে হবে, পেঁয়াজ, আদা ও রসুন আলাদা করে বেটে নিতে হবে, কাজু বাদাম আলাদা করে বেটে নিতে হবে,কাচা লংকা বেটে নিতে হবে

  2. 2

    একটি করাই এ সাদা তেল ও ঘি একসাথে গরম করে ওতে গোটা গরম মসলা ফোড়ন দিয়ে একটু নেড়ে আদা রসুন বাটা দিয়ে দিতে হবে আদা রসুন বাটা একটু নেড়ে পেঁয়াজ বাটা,লংকা বাটা ও একে একে গুঁড়ো মসলা গুলো দিয়ে ভালো করে কষাতে হবে তারপর নুন দিয়ে বেটে রাখা কাজু বাদাম দিতে হবে

  3. 3

    তারপর ভালো করে নেড়ে ফেটানো ত্বক দই দিয়ে একটু নেড়ে জল দিয়ে ফোটাতে হবে

  4. 4

    তারপর ভেজে রাখা ডিম গুলো দিয়ে গরম গুঁড়ো দিয়ে নামিয়ে পরিবেশন করলেই হয়ে গেল

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Tiya Roy
Tiya Roy @cook_36413169

মন্তব্যগুলি

Similar Recipes