নবাবি ডিমের কোর্মা (nawabi dimer korma recipe in Bengali)

Sevanti Iyer Chatterjee
Sevanti Iyer Chatterjee @cook_25449439
কলকাতা

#দই
দই আমাদের শরীরে অনেক উপকার করে। নিত্ত দিনে আমাদের দই অনেক রান্নায়ে লাগে বা আমরা এমনিই খেয়ে থাকি। আজ আমি একটি সুস্বাদু ও পুষ্টিকর দই আর ডিমের রেসিপি শেয়ার করছি।

নবাবি ডিমের কোর্মা (nawabi dimer korma recipe in Bengali)

#দই
দই আমাদের শরীরে অনেক উপকার করে। নিত্ত দিনে আমাদের দই অনেক রান্নায়ে লাগে বা আমরা এমনিই খেয়ে থাকি। আজ আমি একটি সুস্বাদু ও পুষ্টিকর দই আর ডিমের রেসিপি শেয়ার করছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০-২৫ মিন
৬ জন
  1. ৬ টা ডিম
  2. ৩ টে বড় পেঁয়াজ
  3. ২ টেবিল চামচ আদা-রসুন বাটা
  4. ১ চা চামচ হলুদগুঁড়ো
  5. ১ চা চামচ লাল লঙ্কাগুঁড়ো
  6. ১ চা চামচ জিরে গুঁড়ো
  7. ১ চা চামচ ধনে গুঁড়ো
  8. ৩ টেবিল চামচ রিফাইন্ড ওয়েল
  9. ১ টা তেজপাতা
  10. ২-৩ টা লবঙ্গ
  11. ১ টা দারচিনি
  12. ২-৩ টা ছোট এলাচ
  13. ২ টেবিল চামচ কাজুবাদাম বাটা
  14. ৩ টেবিল চামচ ফ্রেসক্রিম
  15. ২ কাপ দুধ
  16. ২ কাপ টক দই
  17. ১ চা চামচ গরম মশলা
  18. ১ চা চামচ ঘি
  19. স্বাদ মত নুন ও চিনি

রান্নার নির্দেশ সমূহ

২০-২৫ মিন
  1. 1

    প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে কিছুটা পেঁয়াজ একদম লাল করে ভেজে নিতে হবে।(বড়িস্তা)আলাদা করে সরিয়ে রাখতে হবে।

  2. 2

    একই কড়াইতে ঐ তেলে ডিমগুলোকে ভেজে নিতে হবে। (ডিমগুলো হাল্কা করে চিড়ে নিতে হবে ভাজার আগে)। আলাদা করে সরিয়ে রাখুন।

  3. 3

    এবারে একই কড়াইয়ে খুব অল্প তেল দেব(যদি লাগে, নইলে ভাজার তেলেই হয়ে গেলে রআর লাগবে না।) তেল গরম হলে তাতে তেজপাতা, লবঙ্গ, দাড়চিনি, ছোটো এলাচ দিয়ে অল্প নেড়ে নেব। এবার তাতে পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা দিয়ে ভালো করে কসব।

  4. 4

    এবারে দুধ টা দিয়ে নাড়তে থাকব। তারপর হলুদগুঁড়ো, লাল লঙ্কাগুঁড়ো, ধনেগুড়ো, জিরেগুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। স্বাদ মোতো নুন আর চিনি দিয়ে দেব।

  5. 5

    বেশ ভালো করে সব মশলা মিশে গেলে কাজুবাদাম বাটা, ফ্রেশক্রিম আর টক দই দিয়ে নাড়তে থাকব। বেশ গাঢ় হয়ে এলে তাতে ভেজে রাখা ডিম গুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব।

  6. 6

    বেশ ডিমগুলো মাখো মাখো হয়ে গেলে তাতে গরম মশলা ও ঘি দিয়ে একটু নেড়ে নামিয়ে নেব সার্ভিং বোলে। ওপরে বারিস্তা ছড়িয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sevanti Iyer Chatterjee
Sevanti Iyer Chatterjee @cook_25449439
কলকাতা

Similar Recipes