চানা মশলা(chana masala recipe in Bengali)

Ranjana Sen
Ranjana Sen @Sencook_22

চানা মশলা(chana masala recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২০০গ্ৰাম কাবুলি ছোলা
  2. স্বাদ মতনুন
  3. ১/২ কাপ পেঁয়াজ বাটা
  4. ১ কাপ টমেটো বাটা
  5. ১ চা চামচ আদা রসুন বাটা
  6. ১ চা চামচ লাচ্ছা আদা
  7. ১ কাপ তেল
  8. ২ চা চামচ ধনে গুঁড়ো
  9. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  10. ১ চা চামচ ছোলে মসালা
  11. ২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  12. ১ চা চামচ চিনি
  13. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  14. ১ চা চামচ গোটা জিরে
  15. ২ চা চামচ বাটার / মাখন

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ছোলা,নুন,হলুদ দিয়ে সিদ্ধ করে রাখতে হবে

  2. 2

    তেলে জিরে ফোরন দিয়ে আদা রসুন বাটা দিয়ে সতে করে পিয়াজ দিয়ে ভাজতে হবে।

  3. 3

    পিয়াজ ভাজা হলে টমেটো পেস্ট,নুন,হলুদ দিয়ে ভজতে হবে।

  4. 4

    ছোলে মাসালা,ধনে,জিরে,লঙ্কাগুরো,চিনি দিয়ে মশলা কষে তেল ছাড়লে সিদ্ধ ছোলা দিয়ে নুন দিয়ে মিক্স করতে হবে।

  5. 5

    ছোলা গাঢ় হয়ে আসলে হাতা তে বাটার গরম করে সেটা চানামশলার ওপর তরকা দিতে হবে। লাচ্ছা আদা ছড়িয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ranjana Sen
Ranjana Sen @Sencook_22

মন্তব্যগুলি

Similar Recipes