চানা মশলা (chana masala recipe in Bengali)

Moli Mazumder
Moli Mazumder @cook_17986015

চানা মশলা (chana masala recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
২ জন
  1. ২ কাপ ভেজানো (৫\৬ ঘন্টা) কাবুলি চানা
  2. ১টি বড়ো সাইজের পেঁয়াজ বাটা
  3. ১ ইঞ্চি আদা ও ৫\৬ কোয়া রসুন বাটা
  4. ১ টি টমেটো বাটা
  5. ১টি পেঁয়াজ কুচি
  6. ১\২ চা চামচ গোটা জিরে (ফোরনের জন্য)
  7. ১ টি তেজপাতা
  8. ১\২ চা চামচ জিরে গুঁড়ো
  9. ১\২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  10. ১ চা চামচ ছোলে মশলা
  11. ৪ চা চামচ সরষের তেল
  12. ১ টামাঝারি সাইজের আলু (ছোট টুকরো করে কাটা)
  13. স্বাদ মতোনুন
  14. ১\২ চা চামচ হলুদ

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    কুকারে ভেজানো চানা আলু ও পরিমাণ মতো নুন ও জল দিয়ে ২\৩ টি সিটি দিয়ে রাখুন ।

  2. 2

    কড়াইয়ে তেল গরম করে তাতে গোটা জিরে ফোরন, তেজপাতা ফোরন দিয়ে ভালো গন্ধ বের হলে কোঁচানো পেঁয়াজ ফোরন দিন ।

  3. 3

    পেঁয়াজ অল্প ভাজা হলে (সোনালি রং হলে) এক এক করে বাটা মশলা দিয়ে দিন,জিরে গুঁড়ো লংকা গুড়ো ও হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিন ।

  4. 4

    কষানো হয়ে গেল ছোলে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিন ।

  5. 5

    ভালো গন্ধ বের হলে (আচ কম রাখতে হবে) পরিমাণমতো নুন দিন ।

  6. 6

    এবার কুকার খুলে চানা সিদ্ধ দিন ।(আর জলের প্রয়োজন নেই চানা সিদ্ধর জলেই হয়ে যাবে)

  7. 7

    ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে ।

  8. 8

    ঝোল ফুটে উঠলে নামিয়ে গরম লুচির সাথে পরিবেশন করুন ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Moli Mazumder
Moli Mazumder @cook_17986015

মন্তব্যগুলি (3)

Similar Recipes