মটর ডালের মুইঠ্যা (matar daler muitha recipe in Bengali)

Tanmana Dasgupta Deb
Tanmana Dasgupta Deb @Tanmana
Guwahati

#TR
রবিঠাকুরের জন্মদিনে ঠাকুরবাড়ির সাবেকি রান্নার মধ্যে 'মটর ডালের মুইঠ্যা' একটি বিশেষ রান্না। আজ আমি এই রান্নাটি করে নিয়ে এলাম।

মটর ডালের মুইঠ্যা (matar daler muitha recipe in Bengali)

#TR
রবিঠাকুরের জন্মদিনে ঠাকুরবাড়ির সাবেকি রান্নার মধ্যে 'মটর ডালের মুইঠ্যা' একটি বিশেষ রান্না। আজ আমি এই রান্নাটি করে নিয়ে এলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৪-৫জনের জন্য
  1. মুইঠ্যার জন্য উপকরণ
  2. ১.৫কাপ মটর ডাল
  3. ৫-৬টি কাঁচা লঙ্কা
  4. ১/২চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
  5. ১/২চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  6. ১/২চা চামচ হলুদ গুঁড়ো
  7. স্বাদ মতনুন
  8. ১/২চা চামচ আদার পাউডার
  9. মুইঠ্যার সবজি বানানোর জন্য উপকরণ
  10. ১টি মাঝারি আলু ছোট ছোট টুকরো করে কাটা
  11. ২টি শুকনো লঙ্কা
  12. ১টি তেজপাতা
  13. ১ টুকরো দারচিনি
  14. ২টি এলাচ
  15. ৩টি লবঙ্গ
  16. ১/২চা চামচ পাঁচফোড়ন
  17. পরিমাণ মতসর্ষের তেল
  18. ১চা চামচ আদা বাটা
  19. ১চা চামচ জিরার গুঁড়ো
  20. ১চা চামচ ধনে গুঁড়ো
  21. ১/২চা চামচ হলুদ গুঁড়ো
  22. ১চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
  23. ১/২চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  24. ১/২ টমেটোর পিউরি
  25. ১টেবিল চামচ ফেটানো দই
  26. ১/২চা চামচ গরম মশলা গুঁড়ো
  27. ১/২চা চামচ ঘি
  28. পরিমাণ মতঝোলের জন্য মুইঠ্যা সেদ্ধ করা গরম জল

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    মটর ডাল সারারাত ভিজিয়ে রেখে পরদিন কয়েকটি কাঁচা লঙ্কা ও ডাল মিক্সিং জারে পেস্ট করে নেই। এবার ঐ ডালের পেস্টে নুন পরিমাণমতো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদার পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেই।

  2. 2

    একটি কড়াইতে জল দিয়ে ফুটে উঠলে এতে ডালের মিক্সচার হাতে মুঠ করে একটা একটা করে ফুটন্ত জলে দিয়ে দেই। ভালো করে সেদ্ধ হলে নামিয়ে ঠাণ্ডা করে গোল গোল পিস করে কেটে নেই।

  3. 3

    এবার ঐ কড়াইতে তেল দিয়ে গরম হলে এতে মুইঠ্যার পিসগুলো হালকা করে ভেজে নেই। ঐ তেলেই আলুর টুকরো গুলো সাতলে নিয়ে এতে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লং ফোরন দেই।

  4. 4

    এবার ঐ কড়াইতে পাঁচফোড়ন ও আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এতে জলে ভেজানো সমস্ত গুঁড়ো মশলা ঢেলে দেই।

  5. 5

    মশলা ভালো করে সাতলে এতে টমেটো পিউরি ও দৈ দিয়ে ভালো করে কষিয়ে নেই।

  6. 6

    এবার ঐ কষানো মশলাতে মুইঠ্যা সেদ্ধ করা জল ঢেলে দেই।

  7. 7

    এবার ঐ ঝোলে মুইঠ্যা দিয়ে গ্যাস সিমে রেখে ৩/৪মিনিট সেদ্ধ করে নেই এবং পরে গরম মশলা ও ঘি ঢেলে দেই ও সবজি নামিয়ে নেই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Tanmana Dasgupta Deb
Guwahati

মন্তব্যগুলি

Similar Recipes