আলুর পরোটা (Aloor paratha recipe in Bbengali)

Sukla Sil
Sukla Sil @Sukla4253

আলু বা পনির পরোটা
কুক স্ন্যাপ সপ্তাহের রেসিপি থেকে আমি আলুর পরোটা বানিয়ে নিলাম।
অপূর্ব স্বাদের এই পরোটা আপনি যদি এখোনো না বানিয়ে থাকেন, এভাবে বানিয়ে নিতে পারেন।

আরও পড়ুন
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৪ জন
  1. ২ টি বড়সাইজের আলু
  2. ২ টি পেঁয়াজ কুচি
  3. ১/২ কাপ ধনেপাতা কুচি
  4. ৪ টি কাঁচা লঙ্কা কুচি
  5. ৪ কোয়া রসুন কুচি
  6. ১/২ ইঞ্চি আদা কুচি
  7. ১/২ চা চামচ ভাজা জিরে
  8. ১/২ চা চামচ ভাজা ধনে
  9. ১/৪ চা চামচ ভাজা জোয়ান
  10. ১ চা চামচ কাশ্মীরী লঙ্কার গুঁড়ো
  11. ১ চা চামচ জিরে গুঁড়ো
  12. ১ চা চামচ জিরে গুঁড়ো
  13. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  14. ২ চা চামচ চিনি
  15. ১ চা চামচ ঘি
  16. পরিমাণ মত সাদা তেল
  17. স্বাদ মত নুন

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    ময়দা ১ চামচ চিনি, নুন ও সাদা তেল দিয়ে ময়ান দিয়ে, পরিমাণ মতো জল দিয়ে মেখে ১৫ মিনিট ভিজে কাপড়ে ঢেকে রাখতে হবে।

  2. 2

    আলু খুব ভালো করে ধুয়ে, প্রেসার কুকারে ২ টি সিটি দিয়ে সিদ্ধ করে নিয়ে, জল ঝরিয়ে নিতে হবে।

  3. 3

    সিদ্ধ করা আলু খোসা ছাড়িয়ে মেখে নিতে হবে, এবার এরমধ্যে ধনে, জিরে, জোয়ান ভাজা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মসলা গুঁড়ো, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পিঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, ১ চামচ চিনি, ১ চামচ ঘি, পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে।

  4. 4

    এবার এই মাখা আলু গোলাকার বলের মতো করে নিতে হবে। এবার ময়দা মাখা থেকে গোলাকার লেচি করে, লেচিটি বাটির আকারে বানিয়ে এরমধ্যে আলুর বল ভরে বন্ধ করে দিতে হবে।

  5. 5

    এবার হালকা হাতে এগুলো বেলে নিতে হবে। এবার একটি চাটু বা ফ্রাইং প্যান গরম করে, তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে, গরম হলে, গ্যাসের ফ্লেম লো তে রেখে সমস্ত পরোটা ভেজে নিতে হবে।

  6. 6

    পরোটা ভালো করে ভাজা হলে, মনের মতো আচার, চাটনি বা টকদই এর সাথে পরিবেশন করুন।

প্রতিক্রিয়াগুলি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

দ্বারা রচিত

Sukla Sil
Sukla Sil @Sukla4253
https://youtube.com/channel/UCq9b2E6vs38zzAsUlvFT7_Q
আরও পড়ুন

Similar Recipes

More Recommended Recipes