আলুর পরোটা (Aloor porota recipe in bengali)

Tandra Nath
Tandra Nath @k4_t

#ebook06
#week4
এবারের ধাঁধা থেকে আমি আমার পছন্দের তালিকায় স্থান দিলাম,""আলুর পরোটা""সত্যিই ভীষণ লোভনীয় ও সুস্বাদু।

আলুর পরোটা (Aloor porota recipe in bengali)

#ebook06
#week4
এবারের ধাঁধা থেকে আমি আমার পছন্দের তালিকায় স্থান দিলাম,""আলুর পরোটা""সত্যিই ভীষণ লোভনীয় ও সুস্বাদু।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট।
৩ জন।
  1. ২৫০ গ্রাম ময়দা
  2. ২ টি আলু সেদ্ধ
  3. ১ টি বড় পেঁয়াজ কুচি
  4. প্রয়োজন অনুযায়ীধনেপাতা কুচি
  5. ২ টি লঙ্কা কুচি
  6. ১/২ চা চামচ শাহী জিরা
  7. ১/২ চা চামচ শা মরিচ
  8. ৫ টাগোলমরিচ
  9. ১/২ চা চামচগোটা জিরে
  10. ১ টি শুকনো লঙ্কা
  11. ১/২ চা চামচগোটা গরম মশলা
  12. স্বাদ মত নুন
  13. ১ কাপ সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট।
  1. 1

    প্রথমে আলু ছাড়িয়ে নিয়ে ভালো করে সেদ্ধ করে,সুন্দর মোলায়েম করে মেখে নিতে হবে সামান্য নুন দিয়ে।এবার গোটা মশলা গুলো শুকনো ভেজে নিতে হবে,আর মিক্সিতে গুঁড়ো করে রাখতে হবে।পিয়াঁজ ভালো করে কুচিয়ে নিয়ে বেরেস্তা বানিয়ে রাখতে হবে।

  2. 2

    এবার একটা পাত্রে আলুমাখা টা নিয়ে,তাতে স্বাদমতো নুন,গুঁড়ো করে রাখা গোটা মশলা, কাঁচা লঙ্কা কুচি,ধনে পাতা কুচি,পিঁয়াজ বেরেস্তা,সাদা তেল পরিমান মতো দিয়ে ভালো করে মেশাতে হবে,........এবার তাতে একটু একটু করে ময়দা দিতে হবে আর মাখতে হবে,প্রয়োজন হলে তাতে অল্প করে জল মেশাতে হবে।সুন্দর করে মেখে ১ ঘন্টা রেখে দিলে খুব ভালো হয় ।আমি রেখেছি,আপনারা সময় কম থাকলে নাও রাখতে পারেন।

  3. 3

    মিক্স মাখা ময়দা লেচি কেটে নিয়ে গোল গোল করে বেলে নিতে হবে আমি গোল করে বেলে ছি আপনারা আপনাদের মতো সেপ দিয়ে বেলতে পারেন।এবার একটা নন স্টিকের ফ্রায়িং প্যান নিয়ে গ্যাসে বসিয়ে গ্যাস একটু কমে করে পরোটা বেশ ভালো করে ভেজে তুলে নিতে হবে ।আর প্লেটিং করে পরিবেশন করতে হবে।আমি ধনেপাতা,কাঁচা লঙ্কা ও পাতিলেবুর সহযোগে চাটনী বানিয়ে পরিবেশন করেছি,আপনারা এটাই করতে পারেন বা আপনাদের মতো করে চাটনী বানিয়ে নিতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tandra Nath

Similar Recipes