পনির মাখানি (paneer makhani recipe in Bengali)

Moumita Nayak
Moumita Nayak @cookmou87

পনির মাখানি (paneer makhani recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
2 জন
  1. 250 গ্রামপনির
  2. 4টেবিল চামচ মাখন
  3. 1 টি ছোট পেঁয়াজ কুচি
  4. 500 গ্রামটমাটো কুচি
  5. 50 গ্রামবাদাম
  6. 2টেবিল চামচ আদা-রসুন বাটা
  7. 1 চা চামচকসুরি মেথি
  8. 1/2 কাপঘন দুধ/ ক্রীম
  9. 50 গ্রামটক দই
  10. 1টেবিল চামচ সর্ষের তেল
  11. 2টেবিল চামচ শাহী গরম মশলা গুঁড়ো
  12. 1টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো
  13. 1 চা চামচ মধু
  14. 1টেবিল চামচ বেসন

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    একটি পাত্রে টক দই, আদা রসুন বাটা, 1 টেবিল চামচ সর্ষের তেল, 1 টেবিল চামচ শাহী গরম মশলা গুঁড়ো, 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ মধু ভাল করে মিশিয়ে, কেটে রাখা পনির দিয়ে 30 মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। তারপর কাঠিতে গেঁথে নিতে হবে।

  2. 2

    এরপর গ্যাসে ভালো করে সেঁকে নিতে হবে।

  3. 3

    কড়াই তে সামান্য মাখন গরম করে, তাতে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেবে ঠান্ডা করে নিতে হবে।

  4. 4

    পেষন যন্ত্রে মিশ্রণটি দিয়ে কাজু বাদাম -এর সাথে, মসৃণ পেষ্ট বানিয়ে নিতে হবে।

  5. 5

    কড়াই গরম করে কিছুটা মাখন দিয়ে পেষ্ট ঢেলে কষিয়ে নিতে হবে। সামান্য জল ঢেলে ফুটিয়ে কসৌরি মেথি গুঁড়ো আর সেঁকে রাখা পনির দিতে হবে।

  6. 6

    নামানোর আগে মাখন, গরম মশলার গুঁড়ো, মধু এবং ক্রিম ছড়িয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Moumita Nayak
Moumita Nayak @cookmou87

মন্তব্যগুলি

Similar Recipes