পনির মাখানি (paneer makhani recipe in Bengali)

Husniara Mallick
Husniara Mallick @cook_24773327
Bangalore

#ebook2
জামাইষষ্ঠীতে দুপুরের ভুরিভোজ এরপর রাত্রে পনিরের এই হালকা আয়োজন বেশ ভালোই লাগবে। খুব অল্প সময়ে অল্প উপকরণে করার চেষ্টা করেছি।

পনির মাখানি (paneer makhani recipe in Bengali)

#ebook2
জামাইষষ্ঠীতে দুপুরের ভুরিভোজ এরপর রাত্রে পনিরের এই হালকা আয়োজন বেশ ভালোই লাগবে। খুব অল্প সময়ে অল্প উপকরণে করার চেষ্টা করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৩-৪, জন
  1. ২০০ গ্রাম পনির কিউব করে কাটা
  2. ২ টা মাঝারি পেঁয়াজ
  3. ৩ টা মাঝারি টমেটো
  4. ১/২ কাপ টক দই
  5. ১০-১২ টা/১ টেবিল চামচ কাজু /মগজ দানা
  6. স্বাদমতোনুন
  7. ১ চা চামচ চিনি
  8. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  9. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  10. ৩/৪ চা চামচ জিরা গুঁড়ো
  11. ১ চা চামচ ধনে গুঁড়ো
  12. ১/২ চা চামচ গরম মসলা গুঁড়া
  13. ১ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  14. ১-২ টেবিল চামচ ফ্রেশ ক্রিম
  15. ৪ টেবিল চামচ তেল
  16. ১ চা চামচ আদা রসুন বাটা
  17. ২ টা এলাচ
  18. ৩ টা লবঙ্গ
  19. ১ টা তেজপাতা
  20. ১ ইঞ্চি দারুচিনি
  21. ২ টেবিল চামচ ঘি/বাটার

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে কড়াইয়ে তেল গরম করে গোটা গরম মসলা এবং তেজপাতার ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে।

  2. 2

    পেঁয়াজ হালকা সেদ্ধ হয়ে এলে তাতে গুঁড়ো মসলা টক দই আদা রসুন বাটা দিয়ে ভালভাবে কষিয়ে নিতে হবে প্রয়োজনে জল ব্যবহার করতে পারেন।

  3. 3

    এবার টমেটো,কাজু/মগজ দানা দিয়ে দিতে হবে এবং স্বাদমতো নুন চিনি দিয়ে টমেটো হালকা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

  4. 4

    এবার গ্যাস বন্ধ করে দিতে হবে এবং মিক্সচার টা ঠান্ডা হয়ে এলে মিক্সারে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে।

  5. 5

    এবার কড়াইয়ে ঘি গরম করে তাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে পেস্ট করে রাখা মসলা টা ঢেলে দিতে হবে। এটাকে নিজের পছন্দ অনুযায়ী জল দিয়ে এডজাস্ট করে নিতে পারেন। এই সময় চাইলেন নুন চিনি প্রয়োজনে যোগ করা যেতে পারে।

  6. 6

    এবার পনিরের টুকরোগুলো দিয়ে ঢাকা দিয়ে অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে

  7. 7

    অবশেষে উপরে ফ্রেশ ক্রিম দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই তৈরি পনির মাখানি।

  8. 8

    নান অথবা কুলচা বা পোলাওয়ের সাথে এমন কি সাদা ভাতের সাথে পরিবেশন করতে পারেন এই পনির মাখানি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Husniara Mallick
Husniara Mallick @cook_24773327
Bangalore

Similar Recipes