মটন বিরিয়ানি (mutton biryani recipe in Bengali)

Ahasena Khondekar - Dalia
Ahasena Khondekar - Dalia @cook_26975198

মটন বিরিয়ানি (mutton biryani recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪জনের জন্য
  1. ৫০০গ্ৰাম বাসমতী চাল
  2. ৪০০গ্ৰাম মাটন
  3. ৪০০গ্ৰামপেঁয়াজ বেরেস্তা পেঁয়াজের
  4. ৩টেবিল চামচটকদই
  5. ২টেবিল চামচজিরে গুঁড়ো
  6. ১টেবিল চামচগোল গুঁড়ো
  7. ১চা চামচ হলুদ গুঁড়ো
  8. স্বাদ মতনুন
  9. ৩০০ গ্ৰামতেল
  10. ২টেবিল চামচঘি
  11. ৪-৫"দারচিনি
  12. ৬টিলবঙ্গ
  13. ৫টিতেজপাতা
  14. ১০টিসা মরিচ
  15. ১টেবিল চামচকাশ্মিরী লঙ্কা গুঁড়ো
  16. পরিমাণ মতআলু ছিলে গোটা চেরা রং দিয়ে সেদ্ধ
  17. ২টেবিল চামচআদা রসুন বাটা
  18. ৫টিকাঁচা লঙ্কা
  19. ৪টিএলাচ
  20. ১ টেবিল চামচবিরিয়ানি মশলা
  21. ১০টিপুদিনা পাতার ডগা
  22. ১/২ কাপগোলাপ জল
  23. ২ ফোঁটামিঠা আতর

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে চাল ধূয়ে ২০মি ধূয়ে রাখতে হবে

  2. 2

    হাড়িতে ২লিটার জল দিয়ে ২টি তেজপাতা,সাগোল, দারচিনি ১",লবঙ্গ২টি,এলাচ ২টি,নুন,১চাচামচ তেল দিয়ে ফুটতে দিলাম ফুটে উঠলে জল ঝড়া চাল দিয়ে নেড়ে ঢাকা দিতে ফুটিয়ে ৮০ভাঘ সেদ্ধ করে ছেঁকে নিতে হবে।

  3. 3

    অন্যপাত্রে মাটন টক দই, বেরেস্তা অর্ধেক, হলুদ, জিরে,গোল,কশ্মিরী লঙ্কাগুঁড়ো, অর্ধেক বিরিয়ানি মশলা,এলাচ ২টি,নুন, আদা রসুন বাটা ২টেবিলচামচ,তেল৫টেবিল চামচ মিশিয়ে ২ঘনটা থেকে রাখতে হবে।

  4. 4

    এবার যে হাঁড়িতে বিরিয়ানি হবে সেই হাঁড়িতে ১চামচ ঘি ব্রাশ করে গরম হলে ১টি এলাচ ফাটিয়ে দিয়ে মাটন ম্যারিনেট দিতে হবে২চারবার নেড়ে অর্ধেক বিরিয়ানি মশলা, কিছু টা বেরেস্তা, রং দিয়ে সেদ্ধ করা আলু,মিঠা আতর,ভাত সেদ্ধ ছড়িয়ে দিয়ে, আবার ও বেরেস্তা বিরিয়ানি মশলা,গোলাপজল হাপকাপ,ওপদিনা পাতা সাজিয়ে,সেদধভাতের জল২কাপ দিয়ে ঢেকে।

  5. 5

    গ্যাস বারনারের উপর তাওয়া দিয়েউপরেহাড়ি চাপিয়ে ৫মিনিট হাইওআরো ১৫ মিনিট লো ফ্লেমে্রেখে গ্যাস অফ করে। কিছু পর সহজ পদ্ধতির বিরীয়ানি পরিবেশন করতে হবে স্যলাড সহযোগে।

  6. 6

    মাংস কষার ঝঞ্ঝাট ছাড়া সড়জ পদ্ধতিতে বিরীয়ানী হয়ে গেল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ahasena Khondekar - Dalia
#FFw4#BaburchiHat"বেগুন 🍆 ভর্তা"উপকরণ:১টি ফ্রেশ গোটা বেগুন,১টি ডিম সেদ্ধ,১টি পেঁয়াজ কুচি,১চুটকি গোটা জিরে,১টি শুকনো লঙ্কা ছেঁড়া,১/২টেবিল চামচ তেল,১টি টমেটো 🍅 কুচি,নুন প্রয়োজন মত। ইচ্ছা হলে ব্যালেন্স মত চিনি।প্রনালী: বোঁটা সহ গোটা বেগুন তেল মাখিয়ে রে পুড়িয়ে নিয়ে বোটাটা রেখে খোসা ফেলে ছাড়িয়ে ছেনে রাখতে হবে।এবার কড়াইতে তেল দিয়ে গরম হলে শুকনো লঙ্কা ছেঁড়া ও গোটা জিরে ফোরন দিয়ে যখন চিটপিট করে উঠবে, পেঁয়াজ কাটা দিয়ে ভুনে হাল্কা ভাজা হলে ,বেগুন ছানা দিয়ে মিডিয়াম আঁচে নেড়ে,ডিম সেদ্ধ চটকে দিয়ে,টমেটো কুচি, নুন দিয়ে নেড়ে ইচ্ছা হলে চিনি দিতে পারেন। ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন।এবার পরিবেশনপালা সার্ভিং প্লেটে বোঁটা সহ ছবির মত সাজিয়ে পরিবেশন।🙏
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes