হিং ছাতুর কচুরি (hing chatur kochuri recipe in Bengali)

Puja Adhikary (Mistu)
Puja Adhikary (Mistu) @mistimistu

#FF1
পূজো স্পেশাল কিছু মানে কচুরি আমার বাড়িতে হবেই। তাই বানালাম।

হিং ছাতুর কচুরি (hing chatur kochuri recipe in Bengali)

#FF1
পূজো স্পেশাল কিছু মানে কচুরি আমার বাড়িতে হবেই। তাই বানালাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45মিনিট
4জন
  1. 250 গ্রামময়দা
  2. স্বাদ মতনুন চিনি
  3. 1টেবিল চামচঘি
  4. 4 টেবিল চামচছোলার ছাতু
  5. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  6. 1/2 চামচভাজা মশলা গুঁড়ো
  7. 1 টাপেঁয়াজ কুচি
  8. 1/2 চামচকাঁচা লঙ্কা কুচি
  9. 1/2 চা চামচলঙ্কা গুঁড়ো
  10. 1/2 চামচজিরা -ধনে গুঁড়ো
  11. 1 চিমটিহিং
  12. পরিমাণ মতসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

45মিনিট
  1. 1

    প্রথমে ময়দা নুন চিনি ও ঘি ময়েন দিয়ে ভাল করে মিশিয়ে নিন। তারপর অল্প জল দিয়ে মেখে ডো তৈরি করুন।

  2. 2

    তারপর 15মিনিট ঢেকে রাখতে হবে। এরপর ছাতু, নুন চিনি আন্দাজমতো, সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। তারপর অল্প জল দিয়ে মেখে নিন।

  3. 3

    এরপর ময়দা থেকে লেচি কেটে বেলে নিয়ে পুর ভরে নিন ও মুড়ে নিন ভাল করে বেলে নিন।

  4. 4

    কড়াইয়ে তেল গরম করে কচুরি গুলো ভেজে তুলুন এবং আলুর দম সহযোগে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Puja Adhikary (Mistu)
আমি রান্না করতে ভালোবাসি। রান্না করে আমি খুব আনন্দ পায় ।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes