পিজ্জা (pizza recipe in Bengali)

Srabasti Bhattacharya
Srabasti Bhattacharya @cook_25594210

পিজ্জা (pizza recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4-6 জন
  1. পিজ্জা বেস তৈরির উপকরণ
  2. ১ কাপ ময়দা
  3. ১ চা চামচ গুঁড়ো ঈষ্ট
  4. ১/২ চা চামচ চিনি
  5. ১/৪ চা চামচ নুন
  6. ১ চা চামচ সাদা তেল
  7. ১/৪ কাপ উষ্ণ দুধ
  8. পিজ্জা টপিং এর উপকরণ
  9. ৫০ গ্রাম পনির
  10. ২টেবিল চামচ স্যুইট কর্ণ
  11. ১/৪ টমেটো কুচি
  12. ১ টা কাঁচা মরিচ কুচি
  13. ১ টেবিল চামচ চিলি ফ্লেক্স
  14. ১ চা চামচ অরিগ্যানো
  15. ১ চা চামচ পিজ্জা সিজনিং
  16. প্রয়োজন অনুযায়ীচীজ
  17. ২টেবিল চামচ টকদই
  18. পিজ্জা সস এর উপকরণ
  19. ২টো লাল টমেটো
  20. ১" আদার টুকরো
  21. ৫-৬ টা তুলসী পাতা
  22. ১ চা চামচ অরিগ্যানো
  23. ১ চা চামচ চিলি ফ্লেক্স
  24. স্বাদ মতনুন
  25. পরিমাণ মততেল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    একটি পাত্রে ময়দা নিয়ে তার মাঝে একটু ফাকা করে তাতে উষ্ণ দুধ দিয়ে চিনি ও ঈষ্ট মিশিয়ে নিন

  2. 2

    ১০ মিনিট পর ময়দা নুন ও তেল দিয়ে নরম করে মেখে নিন এবং গরম জায়গায় রেখে দিন

  3. 3

    এবার সস তৈরি করার জন্য টমেটো ও আদা কুচি করে কেটে নিন এবং তেল‌ গরম করে তাতে দিয়ে ভালো করে ভাজুন নুন দিয়ে দিন

  4. 4

    নরম হয়ে গেলে তুলসী পাতা, চিলি ফ্লেক্স ও অরিগ্যানো দিয়ে মিশিয়ে নামিয়ে ঠাণ্ডা করে মিক্সিতে ব্লেন্ড করে নিন

  5. 5

    এবার টপিং এর জন্য পনির টুকরো করে কেটে নিন এবং কর্ণ নুন দিয়ে সিদ্ধ করে নিন।একটা পাত্রে টক দই, নুন, চিলি ফ্লেক্স ও অরিগ্যানো দিয়ে মিশিয়ে ওগুলো মাখিয়ে নিন

  6. 6

    এবার ১-২ ঘন্টা বাদে ময়দা টা একটু ঠেসে নিন এবং গোল করে বেলে নিন এবং ফর্ক দিয়ে ফুটো করে নিন

  7. 7

    পিজ্জা সস ও চীজ লাগিয়ে নিন এবং পনির ও কর্ণ ছড়িয়ে দিন, টমেটো কুচি ও কাঁচা মরিচ কুচি দিয়ে দিয়ে দিন এবং পিজ্জা সিজনিং, অরিগ্যানো ও চিলি ফ্লেক্স দিয়ে সাজিয়ে নিন

  8. 8

    ১৮০°তে ওভেন প্রিহিট করে পিজ্জা ভোগে দিয়ে বেক করুন এবং হয়ে গেলে নামিয়ে নিন এবং পরিবেশন করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Srabasti Bhattacharya
Srabasti Bhattacharya @cook_25594210

মন্তব্যগুলি

Similar Recipes