শীতের বেগুন পোড়ার ভর্তা(shiter begun pora bharta recipe in Bengali)

Ahasena Khondekar - Dalia
Ahasena Khondekar - Dalia @cook_26975198

#KS
আমার ছোট্ট নাতনির প্রিয় খাবারের মধ্যে ১টি। শিশু দিবসে তাই ওর প্রিয়র ১টি রেসিপি শেয়ার করলাম। শিশুরাই ভবিষ্যত।সকল শিশু সুস্থ থাক।

শীতের বেগুন পোড়ার ভর্তা(shiter begun pora bharta recipe in Bengali)

#KS
আমার ছোট্ট নাতনির প্রিয় খাবারের মধ্যে ১টি। শিশু দিবসে তাই ওর প্রিয়র ১টি রেসিপি শেয়ার করলাম। শিশুরাই ভবিষ্যত।সকল শিশু সুস্থ থাক।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০-৪০ মিনিট
২জন
  1. ১টি ফ্রেশ বেগুন
  2. ১-২টেবিল চামচ পেঁয়াজ কুচি
  3. ১টিকাঁচা লঙ্কা কুচি
  4. ২টেবিল চামচ টমেটো কুচি
  5. ১টেবিল চামচ তেল
  6. ১টি ডিম সেদ্ধ ইচ্ছা হলে (বাদ দেওয়া যেতে পারে)
  7. ১চিমটি গোটা জিরে
  8. স্বাদ মতশুকনো লঙ্কার টুকরো
  9. স্বাদ মতনুন
  10. ১টেবিল চামচ ধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

৩০-৪০ মিনিট
  1. 1

    বেগুন বোঁটা সহ তেল লাগিয়ে জালিতে বসিয়ে উল্টে পাল্টে ভালভাবে পুড়িয়ে নিতে হবে।

  2. 2

    ভাল করে পুড়াতে হবে

  3. 3

    পোড়ানোর পর ঢাকা দিয়ে কিছু ক্ষন রেখে জল হাত দিয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে,বোটার দিক রেখে।

  4. 4

    এবার কড়াইয়ে তেল দিয়ে গরম হলে শুকনো লঙ্কার টুকরো, গোটা জিরে দিয়ে চিটপিট করলে, পেঁয়াজ কুচি দিয়ে হালকা লালচে রঙের হলে, বেগুন পোড়ার অংশ টা দিয়ে নাড়তে নাড়তে টমেটো কুচি,নুন,ডিম সেদ্ধ গ্ৰেট করা দিয়ে নাড়তে হবে।

  5. 5

    সব মিশে গেলে সার্ভিং ডিশে বেগুনের ভর্তা বেগুনের মত সাজিয়ে বোঁটাটা এমনভাবে রাখতে হবে ও সার্ভিং ডিশের ভর্তা যেন ১টা গোটা বেগুন ও ধনেপাতা কুচি সাজিয়ে দিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ahasena Khondekar - Dalia
#FFw4#BaburchiHat"বেগুন 🍆 ভর্তা"উপকরণ:১টি ফ্রেশ গোটা বেগুন,১টি ডিম সেদ্ধ,১টি পেঁয়াজ কুচি,১চুটকি গোটা জিরে,১টি শুকনো লঙ্কা ছেঁড়া,১/২টেবিল চামচ তেল,১টি টমেটো 🍅 কুচি,নুন প্রয়োজন মত। ইচ্ছা হলে ব্যালেন্স মত চিনি।প্রনালী: বোঁটা সহ গোটা বেগুন তেল মাখিয়ে রে পুড়িয়ে নিয়ে বোটাটা রেখে খোসা ফেলে ছাড়িয়ে ছেনে রাখতে হবে।এবার কড়াইতে তেল দিয়ে গরম হলে শুকনো লঙ্কা ছেঁড়া ও গোটা জিরে ফোরন দিয়ে যখন চিটপিট করে উঠবে, পেঁয়াজ কাটা দিয়ে ভুনে হাল্কা ভাজা হলে ,বেগুন ছানা দিয়ে মিডিয়াম আঁচে নেড়ে,ডিম সেদ্ধ চটকে দিয়ে,টমেটো কুচি, নুন দিয়ে নেড়ে ইচ্ছা হলে চিনি দিতে পারেন। ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন।এবার পরিবেশনপালা সার্ভিং প্লেটে বোঁটা সহ ছবির মত সাজিয়ে পরিবেশন।🙏
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes