বেগুন ভর্তা (begun bharta recie in Bengali)

karabi Bera
karabi Bera @cook_15951306
Hooghly

#ইবুক রেসিপি
#নববর্ষের রেসিপি
পোস্টনাম্বার32

বেগুন ভর্তা (begun bharta recie in Bengali)

#ইবুক রেসিপি
#নববর্ষের রেসিপি
পোস্টনাম্বার32

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15 মিনিট
2 জনের জন্য
  1. 1টা বড় বেগুন
  2. 2টা পাকা টমেটো
  3. 4টে + 2 টাকাঁচা লঙ্কা চেরা, কাঁচা লঙ্কা কুচি
  4. 2টা বড় পেঁয়াজ কুচি
  5. 4কোয়া গোটা রসুন ছাড়ানো
  6. 1বাটি ধনেপাতা কুচি
  7. স্বাদমতো নুন
  8. প্রয়োজন মতো সর্ষের তেল
  9. 4টে রসুন কুঁচি

রান্নার নির্দেশ সমূহ

15 মিনিট
  1. 1

    প্রথমে বেগুন-টমেটোতে ভালোভাবে সরষের তেল মাখিয়ে নিলাম। তারপর একটা ছুরি দিয়ে বেগুনটার চারিধার ভালো করে চিরে নিলাম। এবার চেড়া অংশে একটা করে কাঁচা লঙ্কা (একটু করে চিড়ে নিয়েছি) আর একটা করে গোটা রসুন ভরে দিলাম।এবার গ্যাসের উপর একটা তারজালি রেখে তার উপর বেগুন-টমেটো দুটো দিয়ে ভালোভাবে ঘুরিয়ে-ফিরিয়ে প্রায় 10 মিনিট সময় নিয়ে ভালো করে পুড়িয়ে নিলাম।

  2. 2

    এবার বেগুন এবং টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিলাম। তারপর খুব ভালোভাবে নুন, ধনেপাতা দিয়ে আর সরষের তেল দিয়ে খুব মিহি করে মেখে নিলাম। এবার গ্যাসে একটা তাওয়া বসিয়ে তাতে বেশ খানিকটা সরষের তেল দিলাম।

  3. 3

    তেলটা গরম হলে প্রথমে রসুন কুঁচি এবং তারপর পেয়াজ কুচি দিয়ে ভালো করে ফ্রাই করে নিলাম। তারপর বেগুন টমেটো মাখার মিক্সচার টা দিয়ে দিলাম।কাঁচালঙ্কা এবং ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নিয়ে নামিয়ে নিলাম। একদম তৈরি হয়ে গেল আমার রেসিপি- "বেগুন ভর্তা"। আমি গরম গরম রুটির সাথে পরিবেশন করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
karabi Bera
karabi Bera @cook_15951306
Hooghly

Similar Recipes