বাঁধাকপির পরোটা(BadhaKopir Parota Recipe In Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

#KS
বাচ্চারা সাধারনত সবজি খেতে চায়না, তাদের কথা মনে করে বাধাকপির পরোটা করলাম।

বাঁধাকপির পরোটা(BadhaKopir Parota Recipe In Bengali)

#KS
বাচ্চারা সাধারনত সবজি খেতে চায়না, তাদের কথা মনে করে বাধাকপির পরোটা করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩৫-৪০ মিনিট
৩জন
  1. ১বাটিবাঁধাকপি কুচানো
  2. ২৫০ গ্ৰাম ময়দা
  3. ২চা চামচ তেল ময়ানের জন্যে
  4. স্বাদ মতনুন
  5. ১/২চা চামচ হলুদ গুঁড়ো
  6. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  7. ১/২চা চামচ ধনে গুঁড়ো
  8. ২টো লঙ্কা কুচি
  9. ২ টেবিল চামচ ধনেপাতা কুচি
  10. ১/২চা চামচ আমচুর গুঁড়ো
  11. ১চা চামচ আদা বাটা
  12. ১/২চা চামচ চিনি
  13. ১/২চা চামচ গরম মশলা গুঁড়ো
  14. ১/২চা চামচ জিরে ফোঁড়ন
  15. পরিমাণ মতভাজার জন্যে সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৩৫-৪০ মিনিট
  1. 1

    প্রথমে বাধাকপি কুচিয়ে নিতে হবে।এবার কড়াইয়ে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে সুগন্ধ বেড়োলে বাধাকপি দিয়ে ভাজতে হবে।

  2. 2

    নুন,চিনি, জিরে ও ধনেগুড়ো,লঙ্কা কুচি, আমচূড় গুড়ো,ধনেপাতা কুচিসব দিয়ে নাড়িয়ে অল্প আঁচে ঢাকা দিয়ে রান্না করতে হবে, এবার আদাবাটা দিতে হবে, নাড়তে নাড়তে কপি নরম ও বেশ শুখনো হয়ে গেলে গরমমশলা গুড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

  3. 3

    এবার ময়দায় নুন ও ২ টেবলচামচ তেল মিশিয়ে ও অল্প অল্প জল দিয়ে একটা সফ্ট ডো মেখে নিতে হবে ।

  4. 4

    এবার মাঝারি সাইজের লেচি কেটে নিয়ে লুচির আকারে বেলে মাঝখানে বাধাকপির পুর ভরে মুখ আটকে নিয়ে একটু হাত দিয়ে চেপে আবার ও বেলে নিতে হবে।

  5. 5

    এবার প‍্যানে অল্প করে তেল গরম করে পরোটা গুলো চেপে চেপে কড়া করে ভেজে নিতে হবে।

  6. 6

    এবার গরম গরম সার্ভ করুন বাধাকপির পরোটা, আমি আমের আচার দিয়ে পরিবেশন করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes