ভেজ বিরিয়ানি(Veg biriyani recipe in bengali)

Anamika Chakraborty
Anamika Chakraborty @Anamika
আলিপুরদুয়ার

#CR
বাঙালিরা উৎসব প্রিয়। উৎসব মানেই বাঙালির নানান খাবার খাওয়া । তাই বড়োদিন উপলক্ষে আমি ভেজ বিরিয়ানী বানিয়েছি। প্রেসার কুকারে খুব সহজে এবং যে কেউ এটা বানাতে পারবে।

ভেজ বিরিয়ানি(Veg biriyani recipe in bengali)

#CR
বাঙালিরা উৎসব প্রিয়। উৎসব মানেই বাঙালির নানান খাবার খাওয়া । তাই বড়োদিন উপলক্ষে আমি ভেজ বিরিয়ানী বানিয়েছি। প্রেসার কুকারে খুব সহজে এবং যে কেউ এটা বানাতে পারবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
2 জন
  1. 200 গ্রামবাসমতী চাল
  2. 100 গ্রামপনির
  3. 6 -7 টি ফুলকপির ফুল
  4. 1 টিগাজর টুকরো
  5. 1 টিআলু টুকরো
  6. 4 -5 টি বিন্স
  7. 1/2 কাপমটরশুঁটি
  8. 1 টি বড় পেঁয়াজ কুচি
  9. 2 টিকাঁচা লঙ্কা
  10. 3টেবিল চামচ টক দই
  11. 1.5 চা চামচআদা রসুন বাটা
  12. 1 চা চামচ লঙ্কা গুঁড়ো
  13. 1/2 চা চামচজিরে গুঁড়ো
  14. 1 চা চামচধনেগুঁড়ো
  15. 5টেবিল চামচ তেল
  16. 3 -4 ফোঁটা কেওড়া জল
  17. 1.5 চা চামচঘি
  18. 1/2 চা চামচসা জিরা
  19. 1ছোট টুকরো দারচিনি
  20. 2 টিএলাচ
  21. 3-4 টিলবঙ্গ
  22. 1 টিশুকনো লঙ্কা
  23. 1 টিতেজপাতা
  24. 2টেবিল চামচ ধনেপাতা কুচি
  25. 1টেবিল চামচ পুদিনা পাতা কুচি
  26. 1 চা চামচকসুরি মেথি
  27. 1 চা চামচবিরিয়ানি মশলা
  28. স্বাদ মতনুন

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    সব সবজি টুকরো করে কেটে নিতে হবে। পনির নুন হলুদ মাখিয়ে নিতে হবে। চাল ধুয়ে আধ ঘণ্টা রেখে দিতে হবে।

  2. 2

    সবজি গুলোতে সব গুড়ো মশলা আদা রসুন বাটা ও টক দই দিয়ে ভালো করে মেখে নিতে হবে।

  3. 3

    প্রেসার কুকার বসিয়ে তাতে তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ও সা জিরা ফোড়ন দিয়ে কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে ভাজতে হবে।

  4. 4

    পেঁয়াজ বাদামি রং হলে তাতে ম্যারিনেট করা সবজিতে কসৌরি মেথি ও কাঁচা লংকা চেরা মিশিয়ে কুকারে দিয়ে কিছুক্ষণ সময় ধরে ভেজে ধুয়ে রাখা চাল দিয়ে নেড়ে নিতে হবে। সবজি ভাজার সময় বেশি নাড়ানো যাবে না।

  5. 5

    চাল মিশিয়ে তাতে পনির, ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি, ঘি ও ক্যাওরা জল দিয়ে 350 গ্রাম গরম জল দিয়ে কুকার ঢেকে দিতে হবে। প্রয়োজনে নুন দিতে হবে।

  6. 6

    এক সিটি দিয়ে রেখে দিতে হবে। 15 20 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Anamika Chakraborty
আলিপুরদুয়ার
আমি homemaker আমি রান্না করতে ও নানান রান্নায় নতুনত্ব আনতে ভালোবাসি ।
আরও পড়ুন

Similar Recipes