বিন্দাস বিরিয়ানি (Bindas Biriyani Recipe in Bengali)

Sumita Roychowdhury
Sumita Roychowdhury @Sumita_26
Kolkata

#DRC3
week3
কিডস স্পেশাল চ্যালেন্জে আমি বানিয়েছি অপূর্ব স্বাদের, দারুন
লোভনীয় ........
বিন্দাস বিরিয়ানী

বিন্দাস বিরিয়ানি (Bindas Biriyani Recipe in Bengali)

#DRC3
week3
কিডস স্পেশাল চ্যালেন্জে আমি বানিয়েছি অপূর্ব স্বাদের, দারুন
লোভনীয় ........
বিন্দাস বিরিয়ানী

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫০ মিনিট
২ জন
  1. ১ + ১/২ কাপ বাসমতী চাল
  2. ২ টো সেদ্ধ ডিম
  3. ২ টো গোটা আলু
  4. ৪ টে গোটা পেঁয়াজ
  5. ২ টো চিকেনের লেগ পিস
  6. ১ টাপেঁয়াজ কুচি করে কাটা
  7. ২ টো লবঙ্গ
  8. ২ টো দারচিনি
  9. ২ টো বড়ো এলাচ
  10. ১ চা চামচ বিরিয়ানি মশলা
  11. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  12. স্বাদ মতো নুন
  13. ৬ চা চামচ ঘি
  14. ২ টো তেজপাতা
  15. ১ চা চামচ আদা বাটা
  16. ১ চা চামচ রসুন বাটা
  17. ১ চামচ চিনি
  18. ১/২ চা চামচ কেওড়া এসেন্স
  19. ১ টা চিরে রাখা কাঁচালংকা

রান্নার নির্দেশ সমূহ

৫০ মিনিট
  1. 1

    প্রথমে বাসমতী চাল ভালো করে ধুয়ে জল মিশিয়ে ফুটিয়ে ভাত বানিয়ে রাখুন,,পুরো ভালো ভাবে
    সেদ্ধ হবার আগেই নাবিয়ে রাখুন।

  2. 2

    প্রথমে একটা নন্ স্টিক কড়া গ্যাসে বসিয়ে কড়া গরম হলে তাতে ২ চামচ ঘি দিয়ে তাতে সেদ্ধ ডিম দুটো ও আলু দুটো একটু নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে ভেজে তুলে রাখুন।

  3. 3

    এবারে এই ঘি তে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে তাতে আদা বাটা ও রসুন বাটা দিয়ে একটু নাড়িয়ে চিকেনের লেগ পিস দুটো দিয়ে দিন এবং তাতে বাকি হলুদগুড়ো ও নুন মিশিয়ে কিছুক্ষন নাড়িয়ে জল মিশিয়ে এবং ভাজা আলু দুটো মিশিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিন।

  4. 4

    কিছুক্ষন পরে একটা নন্ স্টিক হাঁড়িতে বাকি ঘি দিয়ে তেজপাতা ও গোটা গরম মশলা গুলো দিয়ে ভালো ভাবে নাড়িয়ে সেদ্ধ ভাত টা ঢেলে দিন।

  5. 5

    এবারে এই হাঁড়িতে,, রান্না করা চিকেনেটুকরো ও আলু সহ মশলা সুদ্ধ চালের মধ্যে ঢেলে দিন এবং ডিম দুটো ও ৪ টে গোটা পেঁয়াজ দিয়ে দিন।

  6. 6

    এর পরে বাকি ঘি ও বিরিয়ানী মশলা টা ও চিনি হাঁড়িতে ঢেলে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন এবং ১/২ কাপ জল দিয়ে ভালো করে সব মিশিয়ে হাড়ির ঢাকা বন্ধ করে আটা মাখা দিয়ে ঢাকার চারিদিক টা বন্ধ করে দিন ।

  7. 7

    কিছুক্ষন পরে হাঁড়ি নাবিয়ে ঢাকা খুলে কেওড়া এসেন্স দিয়ে ভালো করে নাড়িয়ে গরম গরম পরিবেশন করুন........
    বিন্দাস বিরিয়ানী

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sumita Roychowdhury
Kolkata
I am a School Principal, cooking is my passion and I love to experiment with the ingredients and create something yummilicious.
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes