খেজুর, আমসত্ত্ব, কিসমিস দিয়ে টমেটোর চাটনি (tomato chutney recippe in Bengali)

Anjushri Mandi
Anjushri Mandi @Anjushri

#ACR
শীতকালে খেজুর, আমসত্ত্ব কিসমিস দিয়ে এই চাটনি খুব সহজেই করে রেখে খাওয়া যায়। আমার খুবই পছন্দের।

খেজুর, আমসত্ত্ব, কিসমিস দিয়ে টমেটোর চাটনি (tomato chutney recippe in Bengali)

#ACR
শীতকালে খেজুর, আমসত্ত্ব কিসমিস দিয়ে এই চাটনি খুব সহজেই করে রেখে খাওয়া যায়। আমার খুবই পছন্দের।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪/৬ জন
  1. ৫০০গ্ৰামটমেটো
  2. ২চা চামচ সর্ষের তেল
  3. ১/২চা চামচ পাঁচফোড়ন
  4. ১টা গোটা শুকনো লঙ্কা
  5. ৬-৭ টাখেজুর বীজ ছাড়িয়ে ছোট টুকরো করা
  6. পরিমাণ মতআমসত্ত্ব ছোট টুকরো করে কাটা
  7. ১০ট-১২টাকিসমিস
  8. ৫-৬টা ছোট টুকরোকাজু বাদাম
  9. ১০চা চামচচিনি
  10. ১ চা চামচ লেবুর রস
  11. স্বাদ মত নুন

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে টমেটো ভালো করে ধুয়ে ছোট টুকরো করে কেটে নিতে হবে। একে একে বাকি সব খেজুর, আমসত্ত্ব, কাজুবাদাম ও কেটে একদিকে রাখতে হবে।
    কড়াই এ তেল গরম হলে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে একটু গন্ধ বেরোলে শুকনো লঙ্কা টা তুলে নিয়ে কেটে রাখা টমেটো গুলো দিয়ে, একটু নুন দিয়ে ঢেকে রাখতে হবে টমেটো গুলো নরম হওয়া অবধি।

  2. 2

    টমেটো নরম হয়ে গেলে ঢাকা খুলে ওতে চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে, চিনি টা মিশে গেলে একে একে খেজুর, আমসত্ত্ব আর কিশমিশ দিয়ে নেড়ে একটু ঘন হতে দিতে হবে। ঘন হয়ে এলে ওতে কাজু কুচি গুলো আর লেবুর রস ছড়িয়ে আঁচ বন্ধ করে দিলেই তৈরি টমেটো র চাটনি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Anjushri Mandi
Anjushri Mandi @Anjushri

Top Search in

মন্তব্যগুলি

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
@Anjushri TastyAll your recipes are superb and yummy. You can check my profile and follow me if you wish 😊😊

Similar Recipes