ডিম ভাঁপা কারি (dim bhapa curry recipe in Bengali)

Rupa Pal
Rupa Pal @cook_37135195

#KD

ডিম ভাঁপা কারি (dim bhapa curry recipe in Bengali)

#KD

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০-২২ মিনিট
২-৩ জন
  1. ৪ টি কাঁচা ডিম
  2. ১ বাটি পেঁয়াজ কুচি
  3. ৪-৫ টেবিল চামচ রসুন কুচি
  4. ৩-৪ টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি
  5. ২ টেবিল চামচ পেঁয়াজ রসুন বাটা
  6. ২ টেবিল চামচ আদা জিরা বাটা
  7. ১ টেবিল চামচ শুকনো লঙ্কা গুঁড়ো
  8. ২ টি আলু টুকরো করা
  9. ১ টি টমেটো কুচি
  10. ৩-৪ টেবিল চামচ ধনেপাতা কুচি
  11. পরিমাণ মত জল
  12. পরিমাণ মততেল
  13. স্বাদ মত নুন
  14. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  15. ফোঁড়নের জন্য
  16. ১/২ টেবিল চামচ পাঁচফোড়ন

রান্নার নির্দেশ সমূহ

২০-২২ মিনিট
  1. 1

    একটি পাত্রে ডিম ভেঙে অল্প পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি নুন ও কিছু টা পরিমাণ তেল দিয়ে টিফিন বাটিতে করে ভাঁপা দিয়ে দিতে হবে।

  2. 2

    ১০-১২ মিনিট পর বাটি নামিয়ে নিয়ে ডিম বার করে পিস করে কেটে নিয়ে তেলে ভেজে নিতে হবে। বাকি তেলে ফোঁড়ন দিয়ে আলু পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো কুচি সব বাটা মসলা নুন হলুদ দিয়ে কষিয়ে নিতে হবে মিডিয়াম হিটে ৩/৪ মিনিট।

  3. 3

    তারপর ডিম দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিন ও একটু ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rupa Pal
Rupa Pal @cook_37135195
রান্না করতে ভালো লাগে।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes