গোলাপখাস পোলাও (Golapkhas pulao recipe in Bengali)

Sushmita Chakraborty
Sushmita Chakraborty @Suhmita_16

#BRR
এটি একটি বিশেষ পোলাও যা আমি গোলাপ ফুলের পাপড়ির সাহায্যে তৈরি করেছি , গোলাপী রং এর জন্য আমি কোন ফুড কালার ব্যবহার না করে বীটের রস ব্যবহার করেছি। খেতে খুব সুন্দর হয়েছে।আপনারাও ট্রাই করতে পারেন।

গোলাপখাস পোলাও (Golapkhas pulao recipe in Bengali)

#BRR
এটি একটি বিশেষ পোলাও যা আমি গোলাপ ফুলের পাপড়ির সাহায্যে তৈরি করেছি , গোলাপী রং এর জন্য আমি কোন ফুড কালার ব্যবহার না করে বীটের রস ব্যবহার করেছি। খেতে খুব সুন্দর হয়েছে।আপনারাও ট্রাই করতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25-30 মিনিট
3জন
  1. 400 গ্রামবাসমতী চাল
  2. 2 টোগোলাপ ফুল
  3. 1/4বীট
  4. 1/2 কাপকাজুবাদাম কিসমিস
  5. 1টেবিল চামচ পেস্তা বাদাম কুচি
  6. 2 কাপগরম জল
  7. 1 কাপগরম দুধ
  8. 2 টোলবঙ্গ
  9. 1 টাএলাচ
  10. 1 টুকরোদারচিনি
  11. 1 টাতেজপাতা
  12. 1/2 চা চামচসা জিরা
  13. 1/4 চা চামচসা মরিচ
  14. 1 চা চামচগোলাপ জল
  15. স্বাদ মতনুন ও চিনি
  16. পরিমাণ মততেল ও ঘি

রান্নার নির্দেশ সমূহ

25-30 মিনিট
  1. 1

    চাল ভাল করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে 30 মিনিট । এবারে জল ঝরিয়ে নিন

  2. 2

    গোলাপ ফুলের পাপড়ি ঘি দিয়ে ভেজে গরম দুধের মধ্যে ভিজিয়ে রাখুন এবং বীট ঘষে নিয়ে ঐ দুধে ভিজিয়ে রাখুন।

  3. 3

    তেল ও ঘি দিয়ে ভালো করে গরম করে তাতে বাদাম কিসমিস দিয়ে ভেজে তুলে রাখুন এবং আরও ঘি গরম করে তাতে জিরা তেজপাতা ও গোটা গরম মশলা দিয়ে দিন

  4. 4

    চাল দিয়ে দিন এবং কম আঁচে ভেজে নিন 10 মিনিট এবং বাদাম কিসমিস, নুন ও চিনি দিয়ে মিশিয়ে 2কাপ জল দিয়ে ফুটতে দিন

  5. 5

    জল টেনে গেলে গোলাপের পাপড়ি ও বীট ভেজানো দুধ ছেঁকে নিয়ে দিয়ে দিন এবং ভাল করে মিশিয়ে নিন এবং ঝরঝরে হয়ে গেলে গোলাপ জল দিয়ে দিন এবং ভাল করে মিশিয়ে নামিয়ে নিন

  6. 6

    এবারে একটি পাত্রে পোলাও এর ওপরে গোলাপের পাপড়ি ও পেস্তা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sushmita Chakraborty

Similar Recipes