ফুলকারি পোলাও (phulkari pulao recipe in Bengali)

Moumita Bagchi
Moumita Bagchi @cook_24595492

#GA4
#week19
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি pulao শব্দটি ব্যবহার করে এই রেসিপি টি বানিয়েছি। ফুলকারী পোলাও পাঞ্জাবের একটি lost বা হারিয়ে যাওয়া রেসিপি। এতে ৩-৪ রকমের চাল ব্যবহার করা হয় কিন্তু সবরকম চাল আমার কাছে নেই বলে আমি শুধু বাসমতি ও গোবিন্দ ভোগ চাল দিয়ে এই পোলাও টি বানিয়েছি।

ফুলকারি পোলাও (phulkari pulao recipe in Bengali)

#GA4
#week19
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি pulao শব্দটি ব্যবহার করে এই রেসিপি টি বানিয়েছি। ফুলকারী পোলাও পাঞ্জাবের একটি lost বা হারিয়ে যাওয়া রেসিপি। এতে ৩-৪ রকমের চাল ব্যবহার করা হয় কিন্তু সবরকম চাল আমার কাছে নেই বলে আমি শুধু বাসমতি ও গোবিন্দ ভোগ চাল দিয়ে এই পোলাও টি বানিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘণ্টা
৬ জন
  1. ১ কাপ বাসমতী চাল
  2. ১ কাপ গোবিন্দ ভোগ চাল
  3. ২ কাপ দুধ
  4. ৩ কাপ জল
  5. ২৫০ গ্রাম পনির
  6. ১ কাপ গাজর কুচি
  7. ১ কাপ মটরশুঁটি
  8. ১/২ কাপ ফুলকপি কুচি
  9. ১/৪ কাপ কাজু বাদাম অর্ধেক করে ভাঙ্গা
  10. ১/৪ কাপ কিশমিশ
  11. ১/৪ কাপ খোয়া ক্ষীর
  12. ১ চিমটে কেশর
  13. ১ চিমটে হলুদ
  14. ৪ টেবিল চামচ ঘি
  15. ৩-৪ টি ছোটো এলাচ
  16. ৫-৬ টি লবঙ্গ
  17. ২-৩ টি দালচিনি
  18. ২ টি তেজপাতা
  19. ৫-৬ টি গোলমরিচ
  20. পরিমাণমত সাদা তেল
  21. ১/৪ কাপ পোস্ত
  22. ১ চা চামচ গরম মশলা গুঁড়া
  23. স্বাদমত নুন ও চিনি
  24. ১ চা চামচ গোলাপ জল

রান্নার নির্দেশ সমূহ

১ ঘণ্টা
  1. 1

    কড়াইতে সাদা তেল ও ঘি মিশিয়ে গরম করে তেছপাতা, ছোটো এলাচ, দলচিনি, লবঙ্গ ফোড়ন দিয়ে কাজু, কিসমিস একটু ভেজে ওতে গাজর কুচি, ফুলকপি কুচি ও মটরশুঁটি দিয়ে হালকা করে ভাজতে হবে।

  2. 2

    এরপর এতে পনীর কুচি দিয়ে ভাজতে হবে। পনীর হালকা বাদামি হলে খোয়া ক্ষীর দিতে হবে।

  3. 3

    দুই রকম চাল আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে ১০ মিনিট রাখতে হবে। খোয়া ক্ষীর একটু ভাজা হলে জল ঝরানো চাল দিতে হবে।

  4. 4

    চাল ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে, এই সময় সামান্য হলুদ দিতে হবে। ৫ মিনিট পর পোস্ত দিতে হবে।

  5. 5

    আরো ২-৩ মিনিট পর দুধ ও জল মিশিয়ে গরম করে চালে ঢেলে দিতে হবে। এবার এতে আরো ২-৩ টেবিল চামচ ঘি ও গরম মসলা গুঁড়া, গোলাপ জল ও অল্প দুধে ভেজানো কেশর দিতে হবে।

  6. 6

    এবার কড়াই ঢাকা দিয়ে মাঝারি আঁচে চাল সিদ্ধ করতে হবে। এখন পরিমাণমতো নুন ও চিনি দিতে হবে। চাল সিদ্ধ হয়ে ঝরঝরে হয়ে গেলেই পোলাও তৈরি হয়ে যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Moumita Bagchi
Moumita Bagchi @cook_24595492

Similar Recipes