ছানার পায়েস (Chanar Payesh Recipe In Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

#HR
দোল উপলক্ষে সবাই কে শুভেচ্ছা জানাই ,এই ছানার পায়েস একটু অন্য রকম ভাবে বানালাম।

ছানার পায়েস (Chanar Payesh Recipe In Bengali)

#HR
দোল উপলক্ষে সবাই কে শুভেচ্ছা জানাই ,এই ছানার পায়েস একটু অন্য রকম ভাবে বানালাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৮-১০ জন
  1. ১লিটার দুধের ছানা
  2. ১লিটার দুধ ক্ষীর বানানোর জন্যে
  3. ২চা চামচ চিনি
  4. ২চা চামচ ময়দা
  5. ১ চা চামচ ঘি
  6. ১/৪ কাপ চিনির রস
  7. সামান্যফুড কালার
  8. ১কাপগুঁড়ো দুধ
  9. ১/২ চা চামচ এলাচ গুঁড়ো
  10. ২টো ছোট এলাচ
  11. পরিমাণ মত পেস্তা সাজানোর জন্যে

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    প্রথমে ১/৪কাপ চিনি ও ১/৮ কাপ জল দিয়ে ফুটিয়ে ঘন রস করে নিয়েছি, সামান্য ফুড কালার দিয়েছি।

  2. 2

    ভিনিগার দিয়ে ছানা কাটিয়েজল ঝড়িয়ে নিয়েছি।ছানার মধ্যে ২চামচ ময়দা,২টেবলচামচ গুড়ো দুধ,এলাচঁগুড়ো ও ১চামচ ঘি দিয়ে ভালো করে মেখে নিয়েছি।

  3. 3

    দুধ কড়াইয়ে বসিয়ে ফুটে উঠলে গুড়ো দুধ দিয়ে সমানে নাড়িয়ে যেতে হবে,যাতে ঢেলা না পাকিয়ে যায়।এবার এর মধ্যে ছানার ল‍্যাংচা গুলো দিয়ে মিডিয়াম আঁচে ৮-১০ মিনিট মতো নাড়তে হবে।এরপর নামিয়ে নিতে হবে।

  4. 4

    ১/৪কাপ ছানা ও ২চামচ গুড়ো দুধ কড়াইয়ে ভালো করে নাড়াচাড়া ক‍রে শুখনো করে নিতে হবে।

  5. 5

    এবার ল‍্যাংচা গুলো শুখনো ক্ষীর লাগিয়ে চিনির রসে চুবিয়ে নিতে হবে।

  6. 6

    এবার আবারও ক্ষীর বসিয়ে ল‍্যাংচা গুলো দিয়ে মিনিট দুয়েক ফুটিয়ে নিতে হবে।

  7. 7

    এবার ঠান্ডা হলে একটি প্লেটে ক্ষীরের মধ্যে ল‍্যাংচা দিয়ে সাজিয়ে ওপরে পেস্তা কুচি দিয়ে সাজিয়ে দিলাম

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes