ছানার পায়েস (chanar payesh recipe in Bengali)

Sunanda Jash
Sunanda Jash @cook_20738428

#ঠাকুরবাড়ির২০২১
রবি ঠাকুরের মিষ্টি বেশ পছন্দের ছিল।বাড়ির বানানো হলে তো কথাই ছিল না।ছানার পায়েস খুব পছন্দের ছিল তাঁর।

ছানার পায়েস (chanar payesh recipe in Bengali)

#ঠাকুরবাড়ির২০২১
রবি ঠাকুরের মিষ্টি বেশ পছন্দের ছিল।বাড়ির বানানো হলে তো কথাই ছিল না।ছানার পায়েস খুব পছন্দের ছিল তাঁর।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
3 জন
  1. 100 গ্রামছানা
  2. 50 গ্রামক্ষীর
  3. 500 গ্রামদুধ
  4. পরিমাণ মতচিনি
  5. 1/2 কাপএলাচ
  6. 1 চা চামচগোলাপ জল
  7. 50 গ্রামকনডেন্সড মিল্ক
  8. 2 চা চামচপেস্তা
  9. 5 টিকাজু
  10. 1 চিমটাজাফরান

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমেই দুধ জ্বাল দিয়ে ঘন করে নিয়ে
    আলাদা করে ক্ষীর ও ছানা একসঙ্গে মিশিয়ে আলাদা করে রেখে দিতে হবে।

  2. 2

    এরপর জ্বাল দেওয়া দুধের মধ্যে একে একে গোলাপ জল, চিনি, কনডেন্সড মিল্ক মিশিয়ে ফুটিয়ে নিতে হবে।
    পুরো মিশ্রণটি ফুটে ঘন হয়ে গেলে এর মধ্যে ক্ষীর ও ছানার মিশ্রণটি দিয়ে দিতে হবে।
    আঁচ কমিয়ে ঘন ঘন নাড়তে হবে যাতে লেগে না যায়।

  3. 3

    খুব ভালো করে মিশে পায়ের তৈরি হয়ে গেলে প্রথমে কিছুটা ঘরের তাপমাত্রায় ঠাণ্ডা হতে দিতে হবে।
    এরপর উপর থেকে পেস্তা, কাজু,এলাচ ও জাফরান ছড়িয়ে দিতে হবে।

  4. 4

    সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে হবে কবির প্রিয় পদ ছানার পায়েস
    তবে এই পদ ঠাণ্ডা অবস্থাতেই খেতে বেশি ভাল, তাই প্রয়োজনে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sunanda Jash
Sunanda Jash @cook_20738428

Similar Recipes