এঁচড়ের ডালনা (পেয়াঁজ ও রসুন ছাড়া)

Deepanjali Das
Deepanjali Das @cook_12081198
Balasore

ঘরানা-বাঙালি

এঁচড়ের ডালনা (পেয়াঁজ ও রসুন ছাড়া)

ঘরানা-বাঙালি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২ কাপডুমো ডুমো কাঁচা এঁচোড় টুকরো
  2. ১ টিডুমো আলু
  3. আধা চা চামচআদা বাটা
  4. আধা চা চামচজিরা বাটা বা গুঁড়ো
  5. ১ টিটম্যাটো কুচি
  6. ১ চা চামচশুকনো লঙ্কার গুঁড়ো
  7. আধা চা চামচহলুদ গুঁড়ো
  8. আধা চা চামচগরম মশলা গুঁড়ো
  9. এক টুকরোদারুচিনি
  10. ২-৩ টিএলাচ
  11. ২ টিলবঙ্গ
  12. ৪ টিকাঁচা লঙ্কা
  13. প্রয়োজনমতসর্ষের তেল
  14. স্বাদমতনুন
  15. ১ চা চামচচিনি
  16. ১ চা চামচঘী

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    এঁচড়ের ডালনা বানাতে প্রথমে এঁচড় নেওয়া হল।

  2. 2

    এর খোসা ছড়িয়ে ডুমো করে কাটুন। ছুরিতে এবং হাতে অনেকটা তেল লাগিয়ে নিন কারণ এঁচড় খুবই আঠালো।

  3. 3

    বড় বাটিতে জল নিয়ে হলুদ গুঁড়ো দিন। এতে টুকরো করা এঁচোড়গুলো ভেজান। এটা আঠালোভাব দূর করে। এঁচড় টুকরোগুলো জলে আধাসেদ্ধ করে জল ঝরিয়ে নিন।

  4. 4

    আলুর খোসা ছাড়িয়ে শুকনো করে নিন। পুরু প্যানে সর্ষের তেল দিয়ে গরম করতে হবে।

  5. 5

    তেল থেকে ধোঁয়া ছাড়লে, ডুমো আলু বাদামী করে ভাজুন। এঁচড় টুকরোগুলো ও ভাজুন। সরিয়ে রাখুন।

  6. 6

    এই একই তেলে তেজপাতা, দারুচিনি,এলাচ,লবঙ্গ দিয়ে এক মিনিট নাড়ুন।

  7. 7

    এক চা চামচ চিনি মেশান।

  8. 8

    আদা বাটা, দিয়ে ১-২ মিনিট বা যতক্ষন না আদার কাঁচা গন্ধ দূর হয়,নাড়ুন। টম্যাটো কুচি, শুকনো লঙ্কাগুঁড়ো, অল্প নুন দিন। ঢেকে দিন এবং টম্যাটো গোলে যাওয়া অবধি রাঁধুন।

  9. 9

    জিরা বাটা, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা ও অল্প জল দিয়ে কষুন। মশলা থেকে তেল ছাড়লে, ভাজা আলু ও এঁচোড় মেশান।

  10. 10

    অনেকটা উষ্ণ জল দিন,যেন সবজিগুলো ডুবে থাকে। এবার নুন,চিনি, ঘী ও গরম মশলা গুঁড়ো দিয়ে দিন।প্যান ঢাকুন এবং কিছুক্ষন রাঁধুন এবং গরম গরম পরিবেশিত হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Deepanjali Das
Deepanjali Das @cook_12081198
Balasore
I just find myself happy with small things.I love cooking & dancing.
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes