চাল কুমড়োর চাঁদকোল ভাজা।

Sanchari Karmakar
Sanchari Karmakar @cook_13486575

#রাঁধুনি। পূর্ব বাংলার প্রাচীন এবং ট্র‍্যাডিশনাল একটি জনপ্রিয় ও মুখরোচক রান্না। আমার ঠাম্মার কাছ থেকে আমার মা শেখেন এবং আমি আমার মায়ের কাছ থেকেই এটি শিখেছি। দেখতে অনেকটা অর্ধচন্দ্রাকার হয় বলেই এই চাঁদকোল নামকরণ হয়েছে ।

চাল কুমড়োর চাঁদকোল ভাজা।

#রাঁধুনি। পূর্ব বাংলার প্রাচীন এবং ট্র‍্যাডিশনাল একটি জনপ্রিয় ও মুখরোচক রান্না। আমার ঠাম্মার কাছ থেকে আমার মা শেখেন এবং আমি আমার মায়ের কাছ থেকেই এটি শিখেছি। দেখতে অনেকটা অর্ধচন্দ্রাকার হয় বলেই এই চাঁদকোল নামকরণ হয়েছে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. পুরের উপকরণঃঃ
  2. ১/২টি চালকুমড়া (বোঁটার দিক থেকে অর্ধেকটা ব্যবহার করতে হবে)
  3. ১চা চামচ কালো সর্ষে
  4. ১ চা চামচ সাদা সর্ষে
  5. ১ চা চামচ পোস্ত
  6. ২ চা চামচ নারকেল কোরা
  7. ২ টি কাঁচা লংকা
  8. ১/২ চামচ চিনি
  9. ১/২ চামচ হলুদ
  10. স্বাদমতো নুন
  11. ব্যাটারের জন্য লাগবে
  12. ৩-৪টেবিল চামচ মটর ডালের বেসন
  13. স্বাদমতো নুন
  14. ১/২চা চামচ হলুদ
  15. ১ চিমটি কালোজিরে
  16. ভাজার জন্য লাগবে
  17. ১/২ কাপ সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    চালকুমড়ার হাফ অংশ খোসা ছাড়িয়ে একটু মোটা গোল করে কেটে,হাফ করে নিতে হবে।

  2. 2

    হাফ চাকতির মাঝখান বরাবর ছুরি দিয়ে চিরে নিতে হবে এমনভাবে যাতে চাকতি, দুই ভাগ না হয়।

  3. 3

    এবারে চাকতি গুলি নুন দেওয়া গরম জলে ২ মিনিট মত ঢাকা দিয়ে রেখে তুলে নিয়ে হাতে চেপে বারতি জল বের করতে হবে।

  4. 4

    শিলনোড়াতে নারকেল, সর্ষে, পোস্ত, লংকা নুন, হলুদ দিয়ে বেটে নিয়ে পুর বানাতে হবে, এবং চিনি দিয়ে পুর মেখে নিতে হবে।

  5. 5

    হাফ কাটা চালকুমড়ার চাঁদের মাঝে পুর ভরে হাতে চেপে নিতে হবে।

  6. 6

    এরপর ব্যাটারের উপকরণ গুলি বারেবারে অল্প অল্প জল দিয়ে গুলে মাঝারি ঘন ব্যাটার বানাতে হবে।

  7. 7

    ব্যাটারে একটা করে পুরভরা চাঁদকোল মাখিয়ে নিয়ে গরম তেলে ভেজে নিতে হবে দুই দিক।

  8. 8

    লালচে মচমচে ভাজা হয়ে গেলে, নামিয়ে পরিবেশন করতে হবে গরম ভাতের সাথে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sanchari Karmakar
Sanchari Karmakar @cook_13486575

মন্তব্যগুলি

Similar Recipes