গুলাব জামুন

Arpita Majumder
Arpita Majumder @cook_15443663

#ডেজার্টরেসিপি

এটা একটা খুব ভালো মিষ্টি । খেতে খুব ভালো । তৈরি করাও খুব সহজ । অনুষ্ঠান বাড়িতে শেষ পেতে এটা খাওয়া হয় । তাছাড়া আমরা যখন মন করে খেতে তখন বাড়িতে বানিয়ে খেতে পারি এটা ।

গুলাব জামুন

#ডেজার্টরেসিপি

এটা একটা খুব ভালো মিষ্টি । খেতে খুব ভালো । তৈরি করাও খুব সহজ । অনুষ্ঠান বাড়িতে শেষ পেতে এটা খাওয়া হয় । তাছাড়া আমরা যখন মন করে খেতে তখন বাড়িতে বানিয়ে খেতে পারি এটা ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৫ জন
  1. ২৫০ গ্রাম গুঁড়ো দুধ
  2. ২ - ৩ কাপ চিনি
  3. ৩ গ্লাস জল
  4. ৫৫ গ্রাম ঘি
  5. ১/২ চা চামচ বেকিং পাউডার
  6. ১ চা চামচ এলাচি পাউডার
  7. পরিমান মতনজল
  8. ৪ টে পেস্তা
  9. ২ কাপ তেল
  10. ৩ চা চামচ ময়দা

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    প্রথমে একটা পাত্র নিয়ে তারমধ্যে গুঁড়ো দুধ, বেকিং পাউডার আর ঘি নিলাম আর সব কিছু ভালো করে মেশালাম।

  2. 2

    এবার অল্প অল্প করে জল দিয়ে আমরা যেই ভাবে আটা মাখি সেই ভাবে দুধ টা কে মাখতে হবে একটু নরম নরম করে বেশ কিছুক্ষণ ধরে ।

  3. 3

    তারপর একটা ফ্রাইং প্যান নিয়ে তারমধ্যে দুধের মিশ্রন টা দিয়ে দুই থেকে তিন মিনিট গ্যাসের মধ্যে নাড়াচাড়া করে নিলাম । আর গ্যাস বন্ধ করে ঠান্ডা করে নিলাম মিশ্রন টা ।

  4. 4

    তারপর সেই মিশ্রনটার মধ্যে তিন চামচ ময়দা দিয়ে আবার একটু মেখে নেবো তারপর তার থেকে একটু একটু মিশ্রন নিয়ে ছোট ছোট বল বানিয়ে নিলাম । যেই কটা বল হয় সেই কটা বল বানালাম।

  5. 5

    এরপর একটা কড়াই এর মধ্যে তেল দিয়ে বল গুলো তেলের মধ্যে ছেড়ে গ্যাস কম করে একটু লাল লাল করে ভাজ করে তুলে নিলাম ।

  6. 6

    এবার একটা পাত্রে তিন গ্লাস জল আর চিনি দিয়ে গ্যাসে বসলাম আর বেশ কিছুক্ষণ সেটাকে ফুটিয়ে একটা চিনির সিরাপ বানালাম আর তারমধ্যে এক চা চামচ এলাচি পাউডার দিলাম ।

  7. 7

    এবার ভেজে রাখা বল গুলো চিনির সিরাপের মধ্যে দিয়ে দিলাম আর ৫ থেকে ১০ মিনিট ভালো করে ফোটালাম । তাহলেই তৈরি হয়ে যাবে গুলাম জামুন ।

  8. 8

    তারপর সেটাকে ঠান্ডা করে উপরে পেস্তা দিয়ে পরিবেশন করলাম ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Arpita Majumder
Arpita Majumder @cook_15443663
Cooking is my passion .... Currently a home chef....
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes