রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 2 কাপ সুজি
  2. 1/2 কাপ ময়দা
  3. 1 কাপদই
  4. ইচ্ছেমতলবণ
  5. 1 কুঁচোকাঁচা লংকা
  6. 1 কুঁচোপেঁয়াজ
  7. 1 চা চামচ ধনে পাতা কাটা
  8. পরিমাণ মতোতেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    তেল ছাড়া সব উপাদান একটি প্যান মধ্যে মিশিয়ে নিন । একটু জল দিয়ে মিশিয়ে নিন । বেশি জল দিলে ডোসা ভালো শেপ আসবে না । এই ব্যাটার কে 15 মিনিট রেখে দিন ।

  2. 2

    15 মিনিট পর আবার ব্যাটার ভালো করে মিশিয়ে নিন । একটু জল দিয়ে মিশিয়ে নিন ।

  3. 3

    একটা সমতল প্যান গরম করুন । একটি ছোট বাটি ব্যাটার নিন । তাওয়া র ওপর ব্যাটার টা দিয়ে গোলাকার শেপ দিয়ে নিন । চারিদিকে তেল দিয়ে ভাল করে রান্না করে নিন । উল্টো দিক থেকে ও রান্না করে নিন । ডোসা তৈরি ।

  4. 4

    চাটনি দিয়ে পরিবেশন করুন ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Subhadra Arya ...@my_kitchentreasures

মন্তব্যগুলি

Similar Recipes