ক্রিসপি সুজি ব্রেড টোস্ট (Sooji bread toast recipe in Bengali)

Bindi Dey
Bindi Dey @cook_20288876

ক্রিসপি সুজি ব্রেড টোস্ট (Sooji bread toast recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৩ জনের
  1. ৬ স্লাইস ব্রেড /পাউরুটি
  2. ১/২ কাপ সুজি
  3. ১/২ কাপ টক দই
  4. ২ টেবিল চামচ টমেটো কুচি
  5. ২ টেবিল চামচ ক্যাপ্সিকাম কুচি
  6. ১ টা পেঁয়াজ কুচি
  7. ২ টো কাঁচা লংকা কুচি
  8. ১ চিমটি অরিগ্যানো
  9. ১ টেবিল চামচ মেয়োনিজ
  10. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  11. ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  12. স্বাদ মতো নুন
  13. ২ টেবিল চামচ বাটার

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে সব উপকরণ গুলো রেডি করে নিতে হবে ।

  2. 2

    তারপর একটা বড়ো পাত্রে সুজি, দই,পেঁয়াজ কুচি, ক্যাপ্সিকাম কুচি,টমেটো কুচি, লংকা গুড়ো, অরিগেনো, মেয়োনিজ, গোলমরিচ গুড়ো, কাঁচা লংকা কুচি আর ১/২ চা চামচ নুন দিয়ে ভালোভাবে মাখতে হবে ।

  3. 3

    তারপর মিশ্রণটা ঢাকা দিয়ে ৩০ মিনিট রেখে দিতে হবে ।

  4. 4

    তারপর একটা ব্রেড নিয়ে তার ওপর একটা চামচ দিয়ে মেখে রাখা সুজির মিশ্রণ নিয়ে লাগিয়ে দিতে হবে ।

  5. 5

    এইভাবেই সব ব্রেডের ওপর লাগিয়ে নিতে হবে ।

  6. 6

    তারপর পেন গরম করে অল্প বাটার দিয়ে ব্রেডের মিশ্রণ লাগানো পিঠটা বাটারের ওপর দিতে হবে । ফাঁকা পিঠে একটু বাটার ব্রাস করে দিতে হবে ।

  7. 7

    ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আবারও ওপিঠ ভেজে নিতে হবে। এইভাবেই হবে কটা ব্রেড ভেজে নিতে হবে ।

  8. 8

    তারপর টমেটো সস দিয়ে পরিবেশন করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Bindi Dey
Bindi Dey @cook_20288876

Similar Recipes