কড়াই চিকেন

Paramita Chatterjee
Paramita Chatterjee @cook_12121702
Kolkata

#চিকেন রেসিপি

কড়াই চিকেন

#চিকেন রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৪জন
  1. ৫০০গ্রাম চিকেন
  2. স্বাদ মতোনুন
  3. পরিমান মতোসর্ষে তেল
  4. ৩টেবিল চামচ আদা রসুন বাটা
  5. ১টেবিল চামচ হলুদ গুঁড়ো
  6. ১/২কাপ টক দই
  7. ৩টি ছোটো এলাচ
  8. ৩টি লবঙ্গ
  9. ১টুকরো দারচিনি
  10. ১টি বড়ো পেঁয়াজ
  11. ১টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো
  12. ৩টি কাঁচালঙ্কা
  13. ২টেবিল চামচ ধনেপাতা কুঁচি
  14. ১টেবিল চামচ গরম মশলার গুঁড়ো
  15. ১/২ চা চামচ গোটা জিরে

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    চিকেন ভালো করে ধুয়ে গরম মসলা,আদা রসুন বাটা,নুন,হলুদ,টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে ৩০মিনিট।

  2. 2

    কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা,গোটা জিরে ফোড়ণ দিতে হবে।

  3. 3

    ফোড়ণ টা ভাজা ভাজা হলে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভাজতে হবে পেঁয়াজ টা ।

  4. 4

    তারপর ম্যারিনেট করা চিকেন,লাল লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুঁচি দিয়ে কষতে হবে।

  5. 5

    তেল আর মশলা আলাদা হলে পরিমান মতো জল দিয়ে সেদ্ধ হতে দিতে হবে।

  6. 6

    পরিবেশন করার সময় ধনেপাতা কুঁচি দিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Paramita Chatterjee
Paramita Chatterjee @cook_12121702
Kolkata

মন্তব্যগুলি

Similar Recipes