শোল মাছের ঝোল

স্বপ্নাদর্শী পম্পি
স্বপ্নাদর্শী পম্পি @cook_17348560

ঐতিহ্যবাহি বাঙ্গালী রান্না এটা পূর্ব বঙ্গের খুব পরিচিত রেসিপি ॥ খাঁটি বাঙালি আনা .. এই অবিরত বৃষ্টি ঝরা বর্ষায় গরম ভাতে আর কি চাই ?

 শোল মাছের ঝোল

ঐতিহ্যবাহি বাঙ্গালী রান্না এটা পূর্ব বঙ্গের খুব পরিচিত রেসিপি ॥ খাঁটি বাঙালি আনা .. এই অবিরত বৃষ্টি ঝরা বর্ষায় গরম ভাতে আর কি চাই ?

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

6 জনের জন্যে
  1. 500 গ্রামশোল মাছ
  2. 4 টেবিল চামচ সরষের তেল
  3. 1 চা চামচজিরে গুঁড়ো
  4. 1 চা চামচধনিয়া গুঁড়ো
  5. 1 চা চামচহলুদ গুঁড়ো
  6. 1/2 চা চামচ কম গোল মরিচ গুঁড়ো
  7. 1টেবিল চামচটেবিল চামচ টমেটো কুচি
  8. 1/2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা
  9. 1/2 চা চামচ আদা বাটা
  10. 3/4 টি কাঁচা লঙ্কা
  11. স্বাদ মতোনুন

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে এক ঘণ্টা রেখে দিন॥ জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ ও গোলমরিচ গুঁড়ো একসাথে জল দিয়ে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিন । এবার কড়াতে তেল দিন ॥ তেল ভালো করে গরম হলে মাছ হালকা করে ভেজে তুলে নিন ।

  2. 2

    এবার ওই তেলে আধা চামচ সাদা জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিন । এর পর টমেটো কুচি দিয়ে এক মিনিট নেড়ে একে একে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা ও বাকি মশলার মিশ্রণ টি দিয়ে কম আঁচে কষিয়ে নিন ॥ কষানো হয়ে এলে পরিমাণ মতো জল দিন ! ফুটে উঠলে মাছ দিয়ে এর পর স্বাদমতো নুন দিন ফুটতে দিন ॥ পাঁচ মিনিট পর তিন চার টি কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট দমে রেখে নামিয়ে নিন ॥ গরম ভাতের সাথে পরিবেশন করুন ॥

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
স্বপ্নাদর্শী পম্পি

মন্তব্যগুলি

Similar Recipes