ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল

Arpita Majumder
Arpita Majumder @cook_15443663

#ঐতিহ্যগত বাঙালি রান্না

ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল বাঙালির একটা খুব প্রিয় খাবার । ছোট বেলা ঠাকুমা , দিদিমার হাতে এই খাবার টা খেয়াছি । তারপর মা ও খুব রান্না করতো এই রকম করে রুই মাছ । অনেক পুরোনো দিনের রেসিপি এটা । এখন আমিও আমার মেয়ে কে এটা বানিয়ে খাবাই ।

ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল

#ঐতিহ্যগত বাঙালি রান্না

ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল বাঙালির একটা খুব প্রিয় খাবার । ছোট বেলা ঠাকুমা , দিদিমার হাতে এই খাবার টা খেয়াছি । তারপর মা ও খুব রান্না করতো এই রকম করে রুই মাছ । অনেক পুরোনো দিনের রেসিপি এটা । এখন আমিও আমার মেয়ে কে এটা বানিয়ে খাবাই ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৪ জন
  1. ৪ পিস রুই মাছ
  2. স্বাদ মতোনুন
  3. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  4. ১চা চামচ লঙ্কার গুঁড়ো
  5. ২ চা চামচ জিরার গুঁড়ো
  6. ১/২ চা চামচ১/২ চা চামচ কালোজিরা
  7. ১ টা টমেটো
  8. ১ টা আলু
  9. ১/২ ফুলকপি
  10. পরিমান মতনজল
  11. ১ চা চামচ আদা বাটা
  12. ৬-৮ চা চামচ তেল
  13. ৩ চা চামচ কুচনো ধোনে পাতা
  14. ১/২ চা চামচ চিনি

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    এটা বানাতে যা যা লাগছে সব নিয়ে নিলাম ।

  2. 2

    করাই এর মধ্যে তেল গরম করে মাছ গুলো নুন, হলুদ মাখিয়ে একটু লাল লাল ভাজা করে নিলাম ।

  3. 3

    তারপর সেই তেল এর মধ্যে কালোজিরা ফোড়ন দিলাম আর আলু আর কপি কেটে দিলাম আর ভাজা করে নেবো একটু ।

  4. 4

    কপি, আর আলু ভাজা হোলে তারমধ্যে কুচনো টমেটো দিলাম আর একটু নাড়াচাড়া করলাম । তারপর তারমধ্যে নুন, হলুদ,লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, আদা বাটা সব কিছু দিলাম ।

  5. 5

    কিছুক্ষণ মসলা কোষে নিলাম । তারপর অল্প করে জল দিয়ে ঢেকে দিলাম সব সেদ্ধ হবার জন্য ৭-৮ মিনিট ।

  6. 6

    তারপর প্রায় ৮ মিনিট পর ঢাকনা খুলে দেখছি কপি আর আলু সেদ্ধ হয়ে গেছে । তারপর তারমধ্যে ভাজা মাছ গুলো দিলাম ।

  7. 7

    আরও একটু জল দিলাম আর ২-৩ মিনিট ফুটিয়ে নিলাম ধনে পাতা কুচি দিলাম ।

  8. 8

    তাহলেই তৈরি হয়ে গেলো ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল । গরম গরম ভাত এর সাথে পরিবেশন করলাম ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Arpita Majumder
Arpita Majumder @cook_15443663
Cooking is my passion .... Currently a home chef....
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes