খিচুড়ি (khichdi recipe in Bengali)

Payeli Paul Datta
Payeli Paul Datta @payelicook123
হাওড়া

বর্ষা দিনে গরম গরম খিচুড়ি হলে আর কি চাই। খেতেও সুস্বাদু আর পেট ও ভরে।

খিচুড়ি (khichdi recipe in Bengali)

বর্ষা দিনে গরম গরম খিচুড়ি হলে আর কি চাই। খেতেও সুস্বাদু আর পেট ও ভরে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
2 জন
  1. 1 1/2 কাপগোবিন্দ ভোগ চাল
  2. 1 কাপমুগ ডাল
  3. 1 টিটমেটো
  4. 2 চা চামচআদা বাটা
  5. 1 চা চামচচিনি
  6. 2 চা চামচজিরে গুঁড়ো
  7. 1 চা চামচধনে গুড়ো
  8. 3 চা চামচনারকেল কোরা
  9. 2 চা চামচঘি
  10. 1/2 চা চামচগোটা জিরে
  11. 2 টিশুকনো লঙ্কা
  12. 4 টিকাঁচা লঙ্কা
  13. 100 গ্রামসরষের তেল
  14. স্বাদ মতোনুন
  15. 2 চা চামচহলুদ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে চাল ও ডাল টা কে ঘি দিয়ে ভেজে হাড়ি তে প্রয়োজন মতো জল দিয়ে সিদ্ধ করতে বসাতে হবে।

  2. 2

    তালপর কড়াই এ সরষের তেল দিয়ে গরম করতে হবে। তেল গরম হলে গোটা জিরে লঙ্কা তেজপাতা দিয়ে ফোড়ন টা দিতে হবে। ফোড়ন হয়ে গেলে তাতে টমেটো কুচি দিতে হবে তারপর তাতে চিনি দিয়ে কষতে হবে। কষানো হয়ে গেলে এবার পরপর উপকরণ গুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে হাঁড়ি র মধ্যে ঢেলে দিতে হবে।

  3. 3

    চাল ডাল সিদ্ধ হয়ে গেলে উপর থেকে নারকেল কোরা ও ঘি ছড়িয়ে নামিয়ে নিলেই, তৈরী গরম গরম খিচুড়ি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Payeli Paul Datta
Payeli Paul Datta @payelicook123
হাওড়া
পেশা শিক্ষকতা, নেশা রান্না । সর্বোপরি নতুন নতুন রান্না করে সবাই কে খাওয়া তে ভালোবাসি।
আরও পড়ুন

Similar Recipes