স্যুইটহার্ট ডিলাইট

Arpita Dey
Arpita Dey @cook_16944127
Bangalore

#দিকিচেনকুইন্স
#মাইমিস্ট্রিবক্স
কাবুলি চানার মিশ্রনের ভেতরে চিনে বাদাম ও নারকেলের পুর দিয়ে বানানো অত্যন্ত সুস্বাদু ও জনপ্রিয় একটি পিঠে।

স্যুইটহার্ট ডিলাইট

#দিকিচেনকুইন্স
#মাইমিস্ট্রিবক্স
কাবুলি চানার মিশ্রনের ভেতরে চিনে বাদাম ও নারকেলের পুর দিয়ে বানানো অত্যন্ত সুস্বাদু ও জনপ্রিয় একটি পিঠে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. চিনির সিরা তৈরির জন্য
  2. 3 কাপচিনি
  3. 5 কাপজল
  4. 3-4টি এলাচ
  5. পুর বানানোর জন্য
  6. 5টেবিল চামচ চিনেবাদাম (শুুকনো তাওয়াতে ভেজ বেট নেওয়া)
  7. 1/2নারকেল (মিক্সিতে বেটে নেওয়া)
  8. 1 কাপচিনি
  9. 1 কাপদুধ
  10. 1চা চামচ ঘি
  11. 1/2 চা চামচ এলাচ গুঁড়ো
  12. পিঠে তৈরি করার জন্য
  13. 1 কাপকাবুলি চার (রাতে ভিজিয়ে রেখে সকালে ধুয়ে জল ঝরিয়ে খোসা ছাড়িয়ে বেটে নেওয়া)
  14. 5টেবিল চামচ ময়দা
  15. পরিমাণমতো তেল (পিঠে গুুলো কেে ডুবো তেলে ভেজে নেওয়া জন্য)
  16. 4টি কাঠবাদাম কুচি (সাজানোর জন্য)

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    সর্ব প্রথম আমি চিনির সিরা তৈরির জন্য ছবিতে দেওয়া কাপে করে 5কাপ জল ও 3 কাপ চিনি একসাথে মিশিয়ে 10 মিনিট এর জন্য মধ্যম আঁচে ফুটিয়ে নিয়ে থেঁতো করা এলাচ ছরিয়ে দিয়ে সাইডে রেখে দিলাম ।

  2. 2

    পুর বানানোর জন্য একটি প্যানে 1 কাপ দুধ ঢেলে একটু ফুটিয়ে নিয়ে 1 কাপ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে ফুটিয়ে একটি ঘন সিরা তৈরি করলাম,

  3. 3

    এবারে ঐ ঘন সিরাতে সামান্য এলাচ গুরো দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম বাদাম বাটা ও নারকেল বাটা, সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে ভালো করে কষিয়ে নিলাম, যখন মিশ্রন টি প্যানে থেকে উঠে আসা শুরু করবে তখন ঘি ছড়িয়ে দিলাম ।

  4. 4

    পুর তৈরি হয়ে যাবার পর ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিলাম ।

  5. 5

    পিঠে তৈরি করার জন্য বেটে রাখা কাবুলি চানার সাথে 5 টেবিল চামচ ময়দা মিশিয়ে ভালো করে মেখে নিলাম, (যেমন করে রুটি বানানোর জন্য আটা মাখি ঠিক সেই ভাবে)।

  6. 6

    কাবুলি চানা আর ময়দার মিশ্রন থেকে অল্প একটু নিয়ে পিঠে গুলো কে তৈরি করে নিলাম ।

  7. 7

    এমন করে পিঠে গুলো তৈরি করতে হবে যাতে পুর বাইরে বেরিয়ে না আসে।

  8. 8

    সব গুলো পিঠে তৈরি হয়ে যাওয়ার পর করাইতে তেল গরম করে একে একে সবগুলো পিঠে ভেজে নিলাম ।

  9. 9

    সব শেষে পিঠে গুলোকে লাল করে ভেজে গরম তেল থেকে তুলে সরাসরি হালকা গরম সিরাতে ডুবিয়ে দিলাম ।

  10. 10

    ঠান্ডা করে নিয়ে ওপর থেকে কাঠবাদাম কুচি ছরিয়ে পরিবেশন করলাম ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Arpita Dey
Arpita Dey @cook_16944127
Bangalore
I Am A Daughter, Sister, Wife And Mother Of ACute Little Baby Boy,But Deep Inside Still I Am A Small Girl .
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes