তন্দুরি বাটার চিকেন  উইথ মেক্সিকান নাচোস।

Rina Das
Rina Das @cook_17348736

#হেঁসেলেরগল্পকথা
#ফিউশন
ফিউশন উইক চ্যালেঞ্জ থেকে আমি মেক্সিকান আর ইণ্ডিয়ান মিক্সড করেছি।
প্রথমে আমি চিকেনটাকে তন্দুর করেছি,তন্দুরের শুকনো ভাবটা কাটাতে বাটার মসালা করে নিয়েছি কিন্তু গ্রেভি রাখিনি কারণ নাচোসের উপরে চাট্ হিসেবে ব্যবহার করবো বলে।

তন্দুরি বাটার চিকেন  উইথ মেক্সিকান নাচোস।

#হেঁসেলেরগল্পকথা
#ফিউশন
ফিউশন উইক চ্যালেঞ্জ থেকে আমি মেক্সিকান আর ইণ্ডিয়ান মিক্সড করেছি।
প্রথমে আমি চিকেনটাকে তন্দুর করেছি,তন্দুরের শুকনো ভাবটা কাটাতে বাটার মসালা করে নিয়েছি কিন্তু গ্রেভি রাখিনি কারণ নাচোসের উপরে চাট্ হিসেবে ব্যবহার করবো বলে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২-৩ ঘণ্টা
4-5 জন খেতে পারবেন
  1. নাচোসের উপকরণ
  2. 1 কাপ ভুট্টার আটা
  3. 1/2 কাপগমের আটা
  4. 1/4চা চামচ নুন
  5. 1/2চা চামচ জোযান
  6. 1/2চা চামচ গোটা জিরে
  7. 1/2চা চামচ লঙ্কা গুঁড়ো
  8. 2টেবিল চামচ সাদা তেল
  9. 1/4চা চামচ হলুদ গুঁড়ো
  10. প্রয়োজন মতো তেল, ভাজার জন্য।
  11. নাচোস মসালা বানাতে লাগবে
  12. 1চা চামচ বীট নুন
  13. 1চা চামচ আমচূর পাউডার
  14. 1/2চা চামচ লাললঙ্কা গুঁড়ো/ পেপরিকা পাউডার
  15. হোয়াইট সস্ বানাতে লাগবে
  16. 2 কাপদুধ
  17. 2টেবিল চামচ ময়দা
  18. 3টেবিল চামচ বাটার / মাখন
  19. 2টো কিউব সাধারণ চীজ
  20. 1/2চা চামচ গোল মরিচ গুঁড়ো
  21. সালসা বানাতে লাগবে
  22. 2টো বড়ো টমাটো
  23. 1টা বড়ো পেঁয়াজ
  24. 2-4টে কাঁচালঙ্কা
  25. 1 কাপধনেপাতা কুচি
  26. 1টেবিল চামচ ভিনিগার
  27. 1টেবিল চামচ অলিভ অয়েল
  28. স্বাদ মতো নুন
  29. 1/2চা চামচ অরিগ্যানো
  30. চিকেন তন্দুর বানাতে লাগবে
  31. ৩০০গ্রাম হাড় সমেত চিকেন
  32. 2চা চামচ লেবুর রস
  33. স্বাদ মতনুন
  34. 1চা চামচ জলঝরানো টকদই
  35. 2চা চামচ তন্দুর মসালা
  36. 1চা চামচ আদা বাটা
  37. 1/2চা চামচ রসুন বাটা
  38. 1চা চামচ লঙ্কাগুঁড়ো
  39. 1চা চামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো
  40. 1/4চা চামচ হলুদ গুঁড়ো
  41. 1টেবিল চামচ বাটার/ মাখন
  42. ১ টুকরো কাঁঠকয়লা/চারকোল
  43. তন্দুর বাটার মসালা বানাতে লাগবে
  44. 1টা বড়ো পেঁয়াজ কুচি করা
  45. 1টা ছোট টমাটো কুচি
  46. 1/2চা চামচ আদাবাটা
  47. 1/2চা চামচ রসুনবাটা
  48. 1টেবিল চামচ টমাটো পিউরি/কেচাপ
  49. 1চা চামচ কাজুবাদাম বাটা
  50. 1টেবিল চামচ সাদা ক্রিম
  51. 2টেবিল চামচ বাটার
  52. 2টো তেজপাতা ফোঁড়োনের জন্য
  53. 2-3টে লবঙ্গ ফোঁড়োনের জন্য
  54. 2-3টে ছোটো এলাচ ফোঁড়োনের জন্য
  55. 1/2চা চামচ গোটা জি্রে ফোঁড়োনের জন্য
  56. 1/2চা চামচ ধনে গুঁড়ো
  57. 1/4চা চামচ গরম মসালা গুঁড়ো
  58. 1/4চা চামচ কসুরি মেথি

রান্নার নির্দেশ সমূহ

২-৩ ঘণ্টা
  1. 1

    প্রথমে চিকেন টা কে মেরিনেট করে রেখে দেবো ১ঘণ্টা

  2. 2

    নাচোসের ময়দা মেখে নেবো গরম জল দিয়ে।

  3. 3

    রুটির যে ভাবে মাখে সেই ভাবেই নরম করে মেখে ১ঘণ্টা রেখে দেবো চাপা দিয়ে।

  4. 4

    এরইমধ্যে হোয়াইট সস্ টা বানিয়ে নেবো
    অল্প আঁচে কড়াই তে মাখন দেবো গলে গেলে ময়দা দিয়ে নেড়ে দুধ দিয়ে নাড়তে হবে ।

  5. 5

    দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেট করা চিজ্ গোলমরিচ গুঁড়ো দিয়ে নাড়তে হবে ঘনো হয়ে এলে নামিয়ে নিন।

  6. 6

    এবার তৈ্রি করে নেবো চিকেন তন্দুর
    ফ্রাইপ্যানে মাখন দিয়ে গোলেগেলে চিকেন গুলো দিয়ে ১ মিনিট হাইফ্লেমে ভেজে নেবো এতে জল ছাড়বে না।

  7. 7

    এইবার ফ্লেম কমিয়ে ঢাকা বন্ধ করে উল্টে পাল্টে রান্না করে নেবো যতোক্ষণ না সিদ্ধ হচ্ছে।

  8. 8

    সিদ্ধ হয়ে গেলে একটা কাঁঠকয়লা কে জানিয়ে নিয়ে বাটিতে রেখে ১চামচ তেল দিয়ে ধোঁয়া তৈরি করে নেবো, ধোঁয়া ধোঁয়া গন্ধের জন্য,অথেনটিক চিকেন তন্দুর।

  9. 9

    ২মিনিট ঢাকা বন্ধ করে রেখে দিলেই হয়ে যাবে ধোঁয়া ধোঁয়া গন্ধ, এবার ঠান্ডা করে হাড় থেকে মাংস ছাড়িয়ে ছোট্টো ছোট্টো টুকরো করে নেবো কাঁচির সাহায্যে।

  10. 10

    একটা ফ্রাইপ্যানে মাখন দিয়ে আসতে আসতে গোটা মসালা ফোঁড়োন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে টমাটো কুচি দিয়ে আবার ও নাড়াচাড়া করে নেব

  11. 11

    আদাবাটা দিয়ে নাড়াচাড়া করে টমাটো পিউরি, গুঁড়ো মসালা একে একে দিয়ে অল্প জল দিয়ে কষিয়ে নেব

  12. 12

    কষানো হলে কাজুবাদাম বাটা আর ক্রিম দিয়ে কষিয়ে ছোটো ছোটো করে কেঁটে রাখা তন্দুর গুলো দিয়ে কসিয়ে অল্প জল দিয়ে মসালার সাথে ২মিনিট মিশিয়ে নিয়ে কসুরি মেথি গরম মসলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো।

  13. 13

    এবার নাচোস বানিয়ে নেবো প্রথমে লেচি কেটে নিয়ে রুটির মতো বেলে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নেবো, এবার তাওয়াতে সেঁকে নিলাম।

  14. 14

    অল্প শেকে নিয়ে সুন্দর করে ছুরি দিয়ে কেটে নিলাম।

  15. 15

    এইবার নাচোস মসালা বানিয়ে নিলাম,একটা বোলে সব উপকরণ দিয়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে নাচোস মসালা।

  16. 16

    এবার কড়াইতে তেল অল্প গরম করে হালকা আঁচে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিয়ে সাথে সাথে নাচোস মসালা ছড়িয়ে দিলাম, তেল শুকিয়ে যাওয়ার আগেই মসালা নাচোসের সাথে মিশে যাবে, আর খেতেও অপূর্ব হবে।

  17. 17

    এবার সালসা বানিয়ে নেবো, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাঁচালঙ্কা কুচি, অরিগ্যাণো, লেবুর রস, ভিনিগার, অলিভ অয়েল, নুন, একটা বোলে সব উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে সালসা ফেসকা।

  18. 18

    সব তৈরি এবার সাজানোর পালা, প্রথমে চীজ সস্ ছড়িয়ে নাচোস দিলাম। ১ নম্বর

  19. 19

    এবারে চিকেন তন্দুর বাটার মসালা দিলাম।

  20. 20

    এবারে সালসা ফেসকা দিলাম।

  21. 21

    আবারও হোয়াইট চীজ সস্ ছড়িয়ে এইভাবে ৪টে স্তর তৈরি করে নিলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rina Das
Rina Das @cook_17348736

মন্তব্যগুলি

Similar Recipes