বাটার চিকেন এনচিলাডাস

Rima Ghosh
Rima Ghosh @cook_17869767

#টুইষ্টঅফটেষ্ট
#ফিউশন
বাটার চিকেন পাঞ্জাব এর খুব পরিচিত ও জনপ্রিয় একটি পদ
এনচিলাডাস (Enchiladas) মেক্সিকান পদ | যাতে টটিলা মাংস , চিজ্ দিয়ে রোল করে চিলি পেপার সস্ ( এনচিলাডা সস্) উপর এ দিয়ে সাথে চিজ্ দিয়ে বেক করা হয়|
ফিউশন চ্যলেঞ্জ এ আমি বাটার চিকেন গ্রেভি এনচিলাডা সস্ এর জায়গায় ব্যাবহার করেছি আর বাটার চিকেনের চিকেন টিক্কা পুর দিতে ব্যাবহার করেছি| কণ, আটা, ময়দা দিয়ে টটিলা তৈরী |

বাটার চিকেন এনচিলাডাস

#টুইষ্টঅফটেষ্ট
#ফিউশন
বাটার চিকেন পাঞ্জাব এর খুব পরিচিত ও জনপ্রিয় একটি পদ
এনচিলাডাস (Enchiladas) মেক্সিকান পদ | যাতে টটিলা মাংস , চিজ্ দিয়ে রোল করে চিলি পেপার সস্ ( এনচিলাডা সস্) উপর এ দিয়ে সাথে চিজ্ দিয়ে বেক করা হয়|
ফিউশন চ্যলেঞ্জ এ আমি বাটার চিকেন গ্রেভি এনচিলাডা সস্ এর জায়গায় ব্যাবহার করেছি আর বাটার চিকেনের চিকেন টিক্কা পুর দিতে ব্যাবহার করেছি| কণ, আটা, ময়দা দিয়ে টটিলা তৈরী |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫০মিনিট
৬ জনের
  1. চিকেন টিক্কা
  2. ৩০০গ্রাম চিকেন
  3. স্বাদ মতোনুন
  4. ১চা চামচ লেবুর রস
  5. ১/২টেবিল চামচ আদা রসুন বাটা
  6. ২টে্বিল চামচ সরিসার তেল
  7. ১চা চামচ কাশ্মিরী লঙ্কা গুঁড়ো
  8. ১/২কাপ জল ঝরানো টক দই
  9. ১চিমটিকসুরি মেথি গুঁড়ো
  10. ১টেবিল চামচ বাটার ও তেল
  11. গ্রেভির জন্য
  12. ১কাপ জল
  13. ২৫০গ্রাম টমেটো
  14. ২৫গ্রাম পেঁয়াজ
  15. ১চা চামচ আদা
  16. ৪ কোয়া রসুন
  17. ১টা তেজ পাতা
  18. ১টা দারচিনি
  19. ১টা বড় এলাচ
  20. ২টো ছোট এলাচ ও লবঙ্গ
  21. স্বাদ অনুযায়ীকাশ্মিরী লঙ্কা গুঁড়ো
  22. ১.৫ টেবিল চামচ বাটার
  23. ৬-৭টা কাজু
  24. প্রয়োজন অনুযায়ীকসুরি মেথি গুঁড়ো
  25. পরিমান মতোফ্রেশ ক্রিম
  26. পরিমাণ অনুযায়ীচিনি
  27. টটিলার জন্য
  28. ১/৪ কাপ করে আটা ও ময়দা
  29. ১টেবিল চামচ কর্ণ আটা
  30. প্রয়োজন মতো চীজ

রান্নার নির্দেশ সমূহ

৫০মিনিট
  1. 1

    টিক্কার জন্য চিকেন প্রথম নুন,লেবুর রস, আদা রসুন বাটা দিয়ে মেখে ৫ মিনিট রাখতে হবে তারপর কাশ্মিরী লঙ্কা গুঁড়ো সঃতেল এ গুলে,দই, ১চিমটে কসুরীমেথি দিয়ে মেখে ৩০মিনিট রাখতে হবে | তার পর ওটিজি তে ১০মিনিট ২০০°সে / তাওয়া টে সেঁকে নিলেই রেডি টিক্কা

  2. 2

    এর মধ্যে গ্রেভির জন্য একটি পাত্রে জল, বাটার,টমেটো, পিঁয়াজ, আদা, রসুন, তেজপাতা,দারচিনি, এলাচ, বড়এলাচ, লবঙ্গ, কাশ্মিরী লঙ্কা গুঁড়ো, কাজু বাদাম দিয়ে মাইক্রো তে ৬মিনিট দিলে ই সেদ্ধ হয়ে যাবে | অল্প ঠান্ডা হলে মিক্সার গ্রাইন্ডার এ গ্রাইন্ড করে ছেঁকে নিয়ে কড়াই তে তেল ও বাটার দিয়ে আদা কুঁচি ও কাঁচালঙ্কা হালকা ভেজে ছাকা মসলা টা দিয়ে ফুঁটে উঠলে ক্রীম ও কসুরী মেথি, নুন, চিনি দিয়ে নিলেই রেডি

  3. 3

    গ্রেভি তে চিকেন টিক্কা দিয়ে ফুটিয়ে নিলেই বাটার চিকেন তৈরী

  4. 4

    আটা ময়দা ও কণ আটা মিশিয়ে মেখে রুটি /টটিলা তৈরী করে তার মধ্যে চিকেন টুকরো ও চিজ্ দিয়ে রোল করে উপর থেকে বাটার চিকেন গ্রেভী দিয়ে উপরে চিজ দিয়ে ১০ মিনিট বেক করলেই তৈরী

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rima Ghosh
Rima Ghosh @cook_17869767

মন্তব্যগুলি

Similar Recipes