কেক মিস্টির যুগলবন্দি

Mahek Naaz
Mahek Naaz @maheknaaz1006
hyderabad

#ফেমাসফাইভ
#ফিউশন
ফিউশন মানে দেশ বিদেশের মেলবন্ধন। তাই আবার আমার ভাবনা শুরু, অবশেষে ভাবনা শেষ করে নিয়ে এলাম এমন একটি ডেজার্ট।
ইউরোপ থেকে কেক আনলাম,সাথে হুইপ ক্রিম ফ্রস্টিং এর জায়গায়ে আমি করেছি বিহারের বিখ্যাত মিস্টি মাকুতি, সাথে টপিং ও চাই, কেক না সাজালে কি ভালো লাগবে তাই টপিং এর জন্য বানিয়ে ফেললাম সুদূর তুর্কীর খুব জনপ্রিয় মিস্টি তুলুম্বা।
পুরোটাই মিস্টি দিয়ে করেছি বলে একটা জিনিসের খেয়াল রেখেছি, চিনি সব কিছুতে একটু কমই দিয়েছি।
তাই আর দেরি না করে শিখে নেওয়া যাক আমার বানানো নতুন ফিউশন রান্না

কেক মিস্টির যুগলবন্দি

#ফেমাসফাইভ
#ফিউশন
ফিউশন মানে দেশ বিদেশের মেলবন্ধন। তাই আবার আমার ভাবনা শুরু, অবশেষে ভাবনা শেষ করে নিয়ে এলাম এমন একটি ডেজার্ট।
ইউরোপ থেকে কেক আনলাম,সাথে হুইপ ক্রিম ফ্রস্টিং এর জায়গায়ে আমি করেছি বিহারের বিখ্যাত মিস্টি মাকুতি, সাথে টপিং ও চাই, কেক না সাজালে কি ভালো লাগবে তাই টপিং এর জন্য বানিয়ে ফেললাম সুদূর তুর্কীর খুব জনপ্রিয় মিস্টি তুলুম্বা।
পুরোটাই মিস্টি দিয়ে করেছি বলে একটা জিনিসের খেয়াল রেখেছি, চিনি সব কিছুতে একটু কমই দিয়েছি।
তাই আর দেরি না করে শিখে নেওয়া যাক আমার বানানো নতুন ফিউশন রান্না

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩ ঘন্টা
৬/৮ জন
  1. কেকের জন্য উপকরণ
  2. ১ কাপ ময়দা
  3. ১/৩ কাপ কোকো পাউডার
  4. ২ চা চামচ বেকিং পাউডার
  5. ১ চা চামচ বেকিং সোডা
  6. ২ টো ডিম
  7. ২ কাপ গুঁড়ো চিনি
  8. ১ চা চামচ ভ্যানিলা এসেন্স
  9. ১চা চামচ কফি পাউডার
  10. ১ কাপ সাদা তেল
  11. ১০০ গ্রাম আনসল্টেড মাখন
  12. ১ চা চামচ জয়িত্রী গুড়ো
  13. মাকুতির জন্য উপকরণ
  14. ১ কাপ মুগ ডাল
  15. ১/২ কাপ গোবিন্দভোগ চাল
  16. ১ কিলো দুধ
  17. ১০০ গ্রাম খোয়া
  18. ১৫০ গ্রাম চিনি
  19. ২ টেবিল চামচ কিসমিস
  20. ১০ টা পেস্তাবাদাম কুচি
  21. ১০ টা কাজু বাদাম কুচি
  22. ১০ টা আমন্ড বাদাম কুচি
  23. ১/২ চা চামচ ছোট এলাচ গুঁড়ো
  24. ১০/১২ টা সুতো জাফরান (জাফরান না থাকলে অরেঞ্জ ফুড কালার ব্যাবহার করতে পারেন ১/2 চা চামচ)
  25. তুলুম্বার জন্য উপকরণ
  26. ১ কাপ ময়দা
  27. ১ কাপ দুধ
  28. ২ টো ডিম
  29. ১ চিমটি নুন
  30. ১/২ কাপ মাখন
  31. ১/২ টেবিল চামচ সাদা ভিনিগার
  32. ১/২ চা চামচ ভ্যানিলাএসেন্স
  33. ২ টেবিল চামচ সুজি
  34. ২ কাপ জল
  35. সিরার জন্য উপকরণ
  36. ৩ কাপচিনি
  37. ২ কাপ জল
  38. ১/২ লেবুররস
  39. ১/২ চা চামচ ছোট এলাচ গুঁড়ো
  40. ৩০০ গ্রাম সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৩ ঘন্টা
  1. 1

    কেক বানাতে যে উপকরণ লাগবে।

  2. 2

    প্রথমে একটা বড় বাটি নিন, সেই বাটি র উপর একটা বড় চালুনি বসিয়ে ওতে ময়দা,কোকো পাউডার, বেকিং সোডা, বেকিং পাউডার দিয়ে ভালো করে চেলে নিন।

  3. 3

    এরপর ১ টা ডিম নিন ওতে চিনি,মাখন, দিয়ে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিন,ফোম হলে ডিমটা আর বাকি চিনি দিয়ে আবার ব্লেন্ড করুন।

  4. 4

    ভালো ভাবে ডিম ব্লেন্ড হয়ে গেলে ওতে চেলে রাখা ময়দা টা দিন। আবার ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করুন,সাদা তেল, ভ্যানিলা এসেন্স, কফি জলে গুলে দিয়ে আবার ব্লেন্ড করুন

  5. 5

    ব্যাটার খুব ঘন ও হবে না আবার খুব পাতলা হবে না।ব্যাটারে চকো চিপস দিন।

  6. 6

    এবার মোল্ড নিন,মোল্ডের সাইজের বাটার পেপার কেটে নিন।মোল্ডে অল্প মাখন মাখিয়ে বাটার পেপার টা বসিয়ে দিন মোল্ডের ভেতর।

  7. 7

    এবার কেকের ব্যাটার টা মোল্ডে ঢেলে দিন।

  8. 8

    ব্যাটারে যদি বাবল্ হয়ে তাহলে একটু ট্যাপ করে নিন।একটা টুটপিকের সাহায্য এ বাবল্ গুলো ফাটিয়ে দেবেন।

  9. 9

    এবার একটা বড় প্যান নিন, ১ কাপ নুন দিয়ে ১০ মিনিট ফুল আঁচে প্রিহিট করে নিন। তারপর প্যানে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর কেকের মোল্ড টা বসিয়ে দিন।উপর দিয়ে প্যান ঢাকা দিয়ে একদম কম আঁচে ২৫/৩০ মিনিট রেখে দিন।

  10. 10

    ২৫ /৩০ মিনিট পর কেক তৈরি হয়ে যাবে।

  11. 11

    এবার মাকুতি বানাতে যে উপকরণ লাগবে।

  12. 12

    জাফরান কে ১ কাপ গরম দুধে ভিজিয়ে দিন,চাল ও ডাল ধুয়ে ৩০ মিনিট রেখে দিন

  13. 13

    এরপর চাল ও ডাল কে প্রেশার কুকারে ২ টো সিটি দিয়ে গলিয়ে নিন।তার পর পুরো ঠান্ডা হতে দিন চাল টা কে।সেদ্ধ চাল ঠান্ডা হয়ে গেলে মিক্সারে হাল্কা পিষে নিন।চাল ডাল মিহি করে পিষবেন না, একটু দানা দানা রাখবেন।

  14. 14

    এবার একটা বড় মুখওয়ালা হাঁড়ি নিন, হাঁড়িতে দুধটা দিন, দুধ ফুটে উঠলে পিষে রাখা চাল ডালের মিশ্রণ টা আস্তে আস্তে দিয়ে নাড়ুন, একসাথে মিশ্রণ দেবেন না অল্প অল্প করে দেবেন।

  15. 15

    মিশ্রণ ঢালার পর ক্রমশ নাড়াতে থাকবেন চামচ, না হলে হাঁড়ির তলা লেগে যাবে।

  16. 16

    দুধ অল্প ঘন হয়ে এলে দুধে ভেজানো জাফরান,চিনি,খোয়া,কাজু, কিসমিশ, আমন্ড বাদাম কুচি দিন।

  17. 17

    দুধ ফুটতে ফুটতে ঘন হয়ে যাবে তখন এলাচ গুঁড়ো দিয়ে গ্যাস বন্ধ করে দিন।

  18. 18

    তৈরি বিহারের প্রসিদ্ধ মিস্টি মাকুতি,এবার এটাকে পুরো ঠান্ডা হতে দিন।

  19. 19

    এবার আমরা বানাবো তুর্কীর খুব ই জনপ্রিয় মিস্টি তুলুম্বা, এটা বানাতে যে উপকরণ লাগবে

  20. 20

    প্রথমে আমরা চিনির সিরা বানাবো, ৩ কাপ জলে ২ কাপ চিনি ও ১/২ লেবুর রস দিয়ে ১৫/২০ মিনিট ফোটান, সিরা ঘন হয়ে এলে ওতে ছোট এলাচ গুঁড়ো দিয়ে সিরাটা কে ছেঁকে নিন।

  21. 21

    তারপর অন্য একটা প্যান গ্যাসে বসান, ওতে জল, দুধ, মাখন, নুন, দিন। জল ফুটে উঠলে ময়দা টা দিয়ে ভালো করে মিক্স করুন, যেন দলা না পেকে যায়ে।

  22. 22

    ময়দা পুরো শুকিয়ে এলে গ্যাস বন্ধ করে দিন। এবার ময়দা টা কে ভালো ঠান্ডা হতে দিন।

  23. 23

    ময়দা ঠান্ডা হয়ে গেলে একটা বড় বাটি তে ময়দা টা কে বের করে নিন।এর পর ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন।এভাবে ডিম,সাদা ভিনিগার, ভ্যানিলা এসেন্স দিয়ে ময়দা মিক্স করে নিন।

  24. 24

    ডো ভালো ভাবে মিক্স হয়ে ডো টা কে একটা প্ল্যাস্টিক পলি ব্যাগে ভরে নজেল লাগিয়ে হাল্কা গরম তেলে ভেজে নিন।

  25. 25

    ভাজা হয়ে গেলে তুলুম্বা কে চিনি র শিরা এ ডুবিয়ে রাখুন

  26. 26

    তৈরি সুন্দর তুর্কীস্ মিস্টি তুলুম্বা।

  27. 27

    এরপর আমরা কেক টাকে সমান ভাবে কেটে নিন, কেকের উপর হুইপ ক্রিমের যায়গয় বিহারের প্রসিদ্ধ মিস্টি মাকুতি ভালো ভাবে লাগিয়ে দিন।

  28. 28

    তার উপর তুলুম্বা দিয়ে সুন্দর করে টপিং সাজিয়ে নিন।নিজের মতো সাজান।

  29. 29

    তৈরি আমাদের ফিউশন ফুড কেক মিস্টির যুগলবন্দি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mahek Naaz
Mahek Naaz @maheknaaz1006
hyderabad

মন্তব্যগুলি

Similar Recipes

More Recipes