নিরামিষ ময়দার স্পঞ্জ কারি

Samir Kanti Dutta
Samir Kanti Dutta @cook_18670147

#ময়দার রেসিপি

নিরামিষ ময়দার স্পঞ্জ কারি

#ময়দার রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

0.5 ঘন্টা
4 জনের জন্য
  1. 2 কাপময়দা
  2. 1টা মাঝারি আলু
  3. 1টা টমেটো (পিউরি)
  4. 2চা চামচ আদা বাটা
  5. 1চা চামচ জিরা
  6. 1চা চামচ লংকা গুঁড়ো
  7. 1.5চা চামচ হলুদ
  8. 0. 5 কাপসর্ষে তেল
  9. 0.5 চা চামচচিনি
  10. 2টা এলাচ
  11. 2 টুকরোদারচিনি
  12. 1টা তেজপাতা
  13. 0.5 চামচঘি
  14. স্বাদমতোনুন

রান্নার নির্দেশ সমূহ

0.5 ঘন্টা
  1. 1

    প্রথমে ময়দা জল দিয়ে ভালো করে মেখে নিয়ে ময়দার দলা জলভরা পাত্রে রেখে দিন

  2. 2

    এরপর হাত দিয়ে ময়দার দলা চটকে চটকে ধুতে থাকুন, জল দুধ সাদা হলে জল পাল্টে নিন এভাবে চটকাতে থাকুন যতক্ষন না ময়দার দলা স্পঞ্জ এর মতো হয়

  3. 3

    এবার ময়দার স্পঞ্জ ছোট ছোট বড়ির মতো (ভাজলে ফুলবে) টুকরো করে নিন ও মাঝারি আঁচে তেল দিয়ে বাদামি করে ভেজে নিন

  4. 4

    এবার করাই এ তেল দিয়ে তেজপাতা, এলাচ ও দারচিনি ফোঁড়ন দিয়ে আলু হালকা করে ভেজে নিয়ে আদা, জিরা, লংকা, হলুদ, টমেটো, চিনি ও নুন দিয়ে কষিয়ে পরিমান মতো জল দিন আলু সিদ্ধ হয়ে গেলে ভাজা ময়দার বড়া তাতে দিয়ে দিন ও ফোঁটার পর আঁচ থেকে নামিয়ে পাত্রে ঢেলে নিন ও বেচে যাওয়া এলাচ ও দারচিনি গুঁড়ো ও ঘি দিয়ে দিন ।আর এই সুস্বাদু নিরামিষ ময়দার স্পঞ্জ পরিবেশন করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Samir Kanti Dutta
Samir Kanti Dutta @cook_18670147

মন্তব্যগুলি

Similar Recipes