পনীর কিউব সামার স্যালাড

Mahek Naaz
Mahek Naaz @maheknaaz1006
hyderabad

#ফল # ইবুক
এটি স্বাস্থ্যকরস্যালাড
ফিউশন সহজ নিরামিষ রেসিপি
বাচ্চা বড় সবার খুব ভালো লাগবে।

পনীর কিউব সামার স্যালাড

#ফল # ইবুক
এটি স্বাস্থ্যকরস্যালাড
ফিউশন সহজ নিরামিষ রেসিপি
বাচ্চা বড় সবার খুব ভালো লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০
২ জন
  1. ১ টা লম্বা শশা
  2. ১ টা ৫০০ গ্রাম তরমুজ মতো
  3. ২০০ গ্রাম পনির
  4. ১/২ চা চামচ লেবুর রস
  5. স্বাদ মতো নুন
  6. ১/২ চা চামচ গোল মরিচ গুঁড়ো
  7. প্রয়োজন অনুযায়ী ভুট্টার দানা
  8. ২ ফোঁটা অলিভ অয়েল
  9. পরিমাণ মতো সাজানো র জন্য পুদিনা পাতা অল্প
  10. প্রয়োজন মতো চিজ

রান্নার নির্দেশ সমূহ

২০
  1. 1

    প্রথমে শসা তরমুজ, পনীর সব এক সাইজ এ কিউব আকারে কেটে নিন
    এবার একটা বড় প্লেটে র ঠিক মাঝখানে এক এক করে তিনটে লাইন করে পনীর,শসা,তরমুজ বসান।
    এই ভাবে ৩ টে থাক করে নিন।

  2. 2

    উপরে উল্টে পাল্টে পনীর, শসা,তরমুজ বসাবেন।
    এরপর ছোট বাটিতে লেবুর রসে অল্প নুন,গোলমরিচ গুঁড়ো, অলিভ অয়েল দিন।
    ভালো করে মিশিয়ে সাজানো স্যালাড র উপর ব্রাশ করে দিন

  3. 3

    তার পর পুদিনাপাতা, চিজ,ভুট্টা দিয়ে সাজিয়ে দিন
    তৈরি আপনার পনীর কিউব সামার স্যালাড।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mahek Naaz
Mahek Naaz @maheknaaz1006
hyderabad

মন্তব্যগুলি

Similar Recipes