চিকেন মাজেস্টিক (chicken majestic recipe in Bengali)

রিয়া ঘোষ
রিয়া ঘোষ @cook_26147060

চিকেন মাজেস্টিক (chicken majestic recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৫০০ গ্রাম চিকেন বনলেস সরু সরু করে কাটা
  2. ৪ টেবিল চামচ কর্নফ্লাওয়ার
  3. ১ টা ডিম
  4. ১০ টা কারিপাতা
  5. প্রয়োজন অনুযায়ী ধনেপাতা
  6. প্রয়োজন মতো পুদিনা পাতা
  7. ১ কাপ টক দই
  8. ১ চা চামচ রসুন বাটা
  9. ৪ কোয়া রসুন কুচি
  10. ১ চা চামচ আদা বাটা
  11. ১ চা চামচ জিরে গুঁড়ো
  12. ১ চা চামচ ধনে গুঁড়া
  13. ১/২ চা চামচ হলুদ গুঁড়া
  14. স্বাদমতো লঙ্কা গুঁড়া
  15. ১ চা চামচ সয়া সস
  16. ১ চা চামচ চিলি সস
  17. ৪ টা কাঁচা লঙ্কা
  18. স্বাদমতো নুন
  19. ৪চা চামচ সরিষার তেল
  20. ১/২কাপ দুধ
  21. প্রয়োজন অনুযায়ী বাটার

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    চিকেন এর বনলেস অংশ টাকে লম্বা লম্বা টুকরো করে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে।

  2. 2

    তারপর সেই চিকেন টাতে ১/২ কাপ দুধ,১ চামচ বাটার,১ চামচ নুন,১ চামচ আদা রসুন বাটা,১ টা ডিম,৪ চা কর্নফ্লাওয়ার দিয়ে একটা ব্যাটার করে নিয়ে ফ্রীজে রেখে দিতে হবে ১-২ ঘণ্টার মতো।

  3. 3

    এবার ২ ঘণ্টা পরে ওভেন জ্বালিয়ে কড়াই তে পকড়া ভাজার মত তেল নিতে হবে।

  4. 4

    এবার ওই কড়াই তে চিকেন গুলো ডুবো তেলে ভেজে নিতে হবে।

  5. 5

    তারপর সব ভাজা হয়ে গেলে অন্য কড়াই তে ৪ চামচ তেল দিয়ে ৪ কোয়া রসুন কুঁচি দিয়ে নাড়তে হবে ১৫ সেকেন্ড ।

  6. 6

    তারপর তাতে ৪ টে কাঁচা লঙ্কা চিরে দিতে হবে,আর ১০ টা মত কারি পাতা দিয়ে নেড়ে তার উপর ১ কাপ ফেটানো টক দই দিয়ে ভালো করে নাড়তে হবে।

  7. 7

    এর উপর ই এবার একে একে সব মসলা দিয়ে দিতে হবে। ধনে গুঁড়ো,জিরে গুঁড়া,লঙ্কা গুঁড়ো,হলুদ গুঁড়ো, নুন,সয়া সস,চিলি সস দিয়ে ভালো করে নাড়তে হবে।

  8. 8

    এরপর ওই কষানো মসলাতে ভাজা চিকেন গুলো দিয়ে আর তাতে ধনে পাতা,পুদিনা পাতা দিয়ে নেড়ে তুলে নিলেই হয়ে গেল চিকেন মাজেস্টিক।

  9. 9

    এবার একটি প্লেটে তুলে পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে পরিবেশন করুন কোনো ডিনার এ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
রিয়া ঘোষ

Similar Recipes