নবরত্ন কোর্মা(naboratno korma recipe in Bengali)

Ankita Basu Saha
Ankita Basu Saha @ankitab123
Toronto

#দুর্গাপুজোর রেসিপি

নবরত্ন কোর্মা(naboratno korma recipe in Bengali)

#দুর্গাপুজোর রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৪ জনের জন্য
  1. ১.৫ টা আলু
  2. ১ কাপ ফুলকপি টুকরো
  3. ২ টি গাজর
  4. ১ কাপ বিন্স
  5. ১/২ কাপ ফ্রেশ বা ফ্রোজেন মটরশুঁটি
  6. ১ কাপ টমেটো টুকরো
  7. ১/২ কাপ ফ্রেশ বা ফ্রোজেন সুইট কর্ন
  8. ২০০ গ্রাম পনির
  9. ২ টি ক্যাপ্সিকাম (যে কেনো রঙের)
  10. ১৫-১৮ টি কাজুবাদাম
  11. ১/৪ কাপ কিসমিস
  12. ৭-৮ টি আমন্ড বা কাঠবাদাম
  13. ১ টেবিল চামচ পোস্ত
  14. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  15. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  16. ১/২ চা চামচ গরম মশলার গুঁড়ো
  17. ২ টো গোটা কাঁচা লঙ্কা
  18. ১.৫" আদা
  19. ১ টি তেজপাতা
  20. ১ টি তারা ফুল বা স্টার অ্যানিস
  21. ২-৩ টি ছোটো এলাচ
  22. ২-৩ টি লবঙ্গ
  23. ১ টা দারচিনি কাঠি
  24. ১/২ চা চামচ শাহী জিরা
  25. ১/৪ চা চামচ হিং
  26. ১ টি গোটা শুকনো লংকা
  27. ১ টি বড় এলাচ
  28. ২ চা চামচ চিনি
  29. ১ চা চামচ ঘি
  30. ১/২ কাপ সাদা তেল
  31. ২টেবিল চামচ ফ্রেশ ক্রিম
  32. ১/৪ চা চামচ কসুরি মেথি
  33. স্বাদ মত লবণ

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে সব সবজী সমান সাইজে কেটে টুকরো করে ধুয়ে রাখতে হবে। এবারে একটি বড় পাত্রে জল ফুটতে দিয়ে সব সবজী (ক্যাপ্সিকাম ও টমেটো) ছাড়া সেদ্ধ করতে দিতে হবে। অল্প চিনি মেশাতে হবে যাতে সবজীর রং নষ্ট না হয়ে যায়। ৫/৬ মিনিট মিনিট বাদে জল ঝড়িয়ে নিতে হবে।

  2. 2

    ১০ টি কাজুবাদাম, আমন্ড ও পোস্ত ১ ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। ১ ঘন্টার পর জল ঝড়িয়ে দুধ দিয়ে পেস্ট করে নিতে হবে। আদা, টমেটো ও কাঁচা লঙ্কা একসাথে পিষে নিতে হবে।

  3. 3

    এরপর তেল গরম করে পনীর, বাকী কাজুবাদাম ও কিসমিস আলাদা আলাদা করে তেলে ভেজে নিতে হবে।

  4. 4

    এরপর ওই তেলেই গোটা গরম মশলা ও হিং ফোড়ন দিয়ে আদা-টমেটো পেস্ট দিয়ে কষতে হবে ২-৩ মিনিটের জন্য।

  5. 5

    এরপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নাড়তে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। তেল ছেড়ে আসলে সেদ্ধ করা সবজী গুলো দিয়ে মেশাতে হবে। ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে।

  6. 6

    ৫-৬ মিনিট পরে কাজু-আমন্ড বাটা ও লবণ দিয়ে মিশিয়ে আরো ৭-৮ মিনিটের জন্য রান্না করতে হবে।

  7. 7

    যখন তেল ছাড়তে শুরু করবে তখন দুধ, পনীর ও ক্যাপ্সিকাম দিতে হবে এবং সবজী পুরোপুরি নরম না হওয়া অব্দি রান্না করতে হবে।

  8. 8

    সবজী সমপূর্ণ সেদ্ধ হয়ে গেলে চিনি, ফ্রেস ক্রীম, ভেজে রাখা কাজু কিসমিস ও কসৌরী মেথী দিয়ে সব মিশিয়ে নিতে হবে। গ্যাস বন্ধ করার আগে ঘী ও গরম মশলার গুঁড়ো দিয়ে ১-২ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নামিয়ে নিতে হবে।

  9. 9

    ফ্রেস ক্রীম উপর থেকে সাজিয়ে পরিবেশন করতে হবে নবরত্ন কোরমা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ankita Basu Saha
Ankita Basu Saha @ankitab123
Toronto

মন্তব্যগুলি

Similar Recipes