নিরামিষ নবরত্ন কোর্মা (niramish navratan korma recipe in Bengali)

Jharna Shaoo
Jharna Shaoo @jharnashaoo_01

#wc

নিরামিষ নবরত্ন কোর্মা (niramish navratan korma recipe in Bengali)

#wc

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ -৫ জনের জন্য
  1. ১ টি ছোট গাজর
  2. ২০০ গ্ৰাম পনির
  3. ৫-৬ টি বিন্স
  4. ১কাপ কড়াইশুঁটি
  5. ১টি মাঝারি ফুলকপি
  6. ১টি ক্যাপ্সিকাম
  7. ৮ - ১০ টি কাজুবাদাম
  8. ২টেবিল চামচ কিসমিস
  9. ১ টেবিল চামচ চারমগজ
  10. ৩ চা চামচ পোস্ত
  11. ৮ - ১০ টি আমন্ড
  12. ১টি মাঝারি টমেটো
  13. ১ইঞ্চি + ২-৩ টি আদা এবং কাঁচা লঙ্কা
  14. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  15. ১চা চামচ ধনে গুঁড়ো
  16. ১চা চামচ জিরে গুঁড়ো
  17. স্বাদমতোলবণ ও চিনি
  18. ১টেবিল চামচ ঘি
  19. ১টি তেজপাতা ও গোটা গরম মশলা
  20. ১চা চামচ গরম মশলার গুঁড়ো
  21. পরিমাণ অনুযায়ীদুধ
  22. ১/২ চা চামচ কসুরি মেথি গুঁড়ো
  23. পরিমাণ অনুযায়ীসাদা তেল
  24. ১টেবিল চামচ ফ্রেশ ক্রিম

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে সবজি গুলি সাইজ করে কেটে নিয়ে অল্প ভাপিয়ে নিয়ে জল ঝড়িয়ে নিতে হবে।

  2. 2

    পনির ছোট টুকরো করে কেটে ভেজে নিতে হবে।এবার এলমন্ড, পোস্ত, চারমগজ সব একসঙ্গে মিক্সিতে একটি পেস্ট করে নিতে হবে। এরপর টমেটো,কাঁচা লঙ্কা ও আদা সব একসাথে মিক্সিতে আরও একটি পেস্ট তৈরী করে নিতে হবে।

  3. 3

    এবার প্যানে পরিমাণ মতো তেল ও ঘি গরম করে কাজু ও কিসমিস ভেজে একটি পাত্রে ঢেলে নিয়ে, তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে। এরপর ফোড়নের সুগন্ধ উঠলে, ভাপানো সবজিগুলো ও ক্যাপ্সিকাম ভালো করে ভেজে নিতে হবে।

  4. 4

    এরপর টমেটো-আদা-লঙ্কা পেস্ট ও কাজু- পোস্তর পেস্ট দিয়ে নারাচারা করে স্বাদমতো লবণ ও চিনি, ধনে, জিরে ও লঙ্কা গুঁড়ো দিয়ে গ্যাসের আঁচ কম করে ঢাকা দিয়ে রাখতে হবে। এরপর সব্জি সিদ্ধ হয়ে এলে, পরিমাণ অনুযায়ী দুধ ও ভেজে রাখা পনির, কাজু, কিসমিস দিয়ে নারাচারা করে গরম মশলার গুঁড়ো, ফ্রেস ক্রিম ও কস্তুরী মেথি পাতা অল্প গরম করে গুঁড়ো করে ছড়িয়ে দিতে হবে। এবার গ্যাস অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে।

  5. 5

    এবার তৈরি নবরত্ন কারি। লুচি, পরোটা বা রুটির সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jharna Shaoo
Jharna Shaoo @jharnashaoo_01
আমি রান্না করতে ভালবাসি, নিত্য নতুন রান্না কুকপ্যাড থেকে শিখে বানানোর চেষ্টা করি।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes