বিস্কুট মিষ্টি (biscuit misti recipe in Bengali)

Ruby DE
Ruby DE @cook_15648043

# ঝালে ঝোলে দেওয়ালি রেসিপি
https://youtu.be/mbUy29JX-fw

বিস্কুট মিষ্টি (biscuit misti recipe in Bengali)

# ঝালে ঝোলে দেওয়ালি রেসিপি
https://youtu.be/mbUy29JX-fw

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৪ প্যাকেট ক্রিম দেওয়া বিস্কুটের প্যাকেট
  2. ১ বাটি গুঁড়ো দুধ
  3. ১০-১২ টা কাজু
  4. ১০-১২ টা কাঠ বাদাম
  5. ১ বাটি নারকেল কোরা
  6. ১/২ বাটি হলুদ ফুড কালার মেশানো দুধ
  7. ১ বাটি ফোটানো দুধ
  8. ১ বাটি শুকনো খোলায় ভাজা সাদা তিল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ক্রিম বিস্কুট গুলো থেকে ক্রিমটা আলাদা করে নিতে হবে।

  2. 2

    তারপর বিস্কিট গুলোকে ছোট ছোট টুকরো করে নিয়ে মিক্সসির জারে নিয়ে গুঁড়ো করে নিতে হবে।

  3. 3

    এবার বিস্কুটের গুরোগুলোকে অল্প অল্প দুধ দিয়ে মেখে একটা ডো এর মত করে নিতে হবে।

  4. 4

    এবার বিস্কুটের ক্রিমের মধ্যে নারকেল, বাদাম, মিল্ক পাউডার আর ফুড কালার মেশানো দুধ অল্প দিয়ে মেখে নিয়ে ৫ মিনিটের জন্য রেস্ট করার জন্য রেখে দিতে হবে।

  5. 5

    এরপর একটা চপিং বোর্ড এর ওপর একটা বাটার পেপার এর ওপর ভালো করে ঘি লাগিয়ে তারপরে বিস্কুটের মন্ডটাকে রেখে সেটাকে বেলে নিতে হবে।

  6. 6

    মন্ড টাকে বেলা হলে তারপর পুর টাকে রেখে রোল করে নিতে হবে ।

  7. 7

    তারপর সেই রোল টাকে ফ্রিজে ঘণ্টা ২ এর জন্য রেখে দিতে হবে।

  8. 8

    ২ ঘণ্টা পর রোল টাকে বার করে নিতে হবে। এবার চোপার বোর্ড এর ওপর তিল গুলোকে ছড়িয়ে দিয়ে তারপর রোল টাকে গড়িয়ে নিতে হবে।

  9. 9

    সবশেষে রোল টাকে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ruby DE
Ruby DE @cook_15648043

Similar Recipes