মটর পনির (matar paneer recipe in Bengali)

Rimpi Pal
Rimpi Pal @cook_17080570

#পনির /মাশরুম রেসিপি

মটর পনির (matar paneer recipe in Bengali)

#পনির /মাশরুম রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

প্রায় এক ঘন্টা
৫\৬ জন
  1. ২০০ গ্রাম আমূল পনির
  2. ৩ টে মাঝারি মাপের আলু(টুকরো করে ভাপানো)
  3. ১ কাপ মটর
  4. ৪ টে ছোট পেঁয়াজ
  5. ৬-৭ কোয়া রসুন
  6. ৪ ইঞ্চি আদা
  7. ৭-৮ টা কাঁচা লঙ্কা
  8. ২ টো শুকনো লঙ্কা
  9. ২ টো তেজপাতা
  10. ১ চা চামচ জিরে
  11. ৫-৬ টাগরম মশলা (১ টা এলাচ, ২ টো লবঙ্গ, ২ টো দারুচিনি)
  12. স্বাদ মতোনুন ও চিনি
  13. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  14. ৩ টেবিল চামচসর্ষের তেল
  15. ১ চা চামচ ঘি
  16. ২ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  17. ১/২ কাপ ছানা

রান্নার নির্দেশ সমূহ

প্রায় এক ঘন্টা
  1. 1

    মটর সেদ্ধ করে নিতে হবে নুন দিয়ে । পনির টুকরো করে নিতে হবে ও সামান্য নুন মিশিয়ে রাখতে হবে । পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা ও রসুন একসাথে বেটে নিতে হবে ।

  2. 2

    করাইতে সরষের তেল ও ঘি গরম করে তাতে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ও গরম মশলা ফোরন দিয়ে তাতে আলু ও মটর দিয়ে নাড়তে হবে । এবার ওতে নুন ও হলুদ দিতে হবে ।

  3. 3

    একটু ভাজা হলে ওতে বাটা মশলা দিয়ে নাড়তে হবে । তার পর আর একটু নুন হলুদ চিনি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে কষাতে হবে ।

  4. 4

    মশলা কষে এলে বাটি ধোয়া জলটা দিতে হবে ও আরও কিছুটা জল মেশাতে হবে । তার পর ছানা মেশাতে হবে । এবার ওতে হাল্কা হাতে পনির টা ঢেলে দিতে হবে ।

  5. 5

    হালকা হাতে একটু নাড়া চাড়া করে নিলেই তৈরি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rimpi Pal
Rimpi Pal @cook_17080570

মন্তব্যগুলি

Similar Recipes