মক্কে কি রোটি সর্সো কা সাগ (makke ki roti sarson ka sag recipe in Bengali)

Payal Sen
Payal Sen @cook_18354746

#goldenapron2
পোষ্ট ৪
স্টেট পাঞ্জাব

মক্কে কি রোটি সর্সো কা সাগ (makke ki roti sarson ka sag recipe in Bengali)

#goldenapron2
পোষ্ট ৪
স্টেট পাঞ্জাব

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
৪জন
  1. ৭৫০ গ্রাম সর্ষে শাক
  2. ২ টি ছোট পেঁয়াজ
  3. ৫ টি কাঁচা লঙ্কা
  4. ৫ টি রসুনের কোয়া
  5. ১ ইঞ্চি আদা টুকরো
  6. ৫ টি গোলমরিচ গোটা
  7. ২ টি ছোট দারচিনি
  8. ৩ টে লবঙ্গ
  9. ১ টি তেজপাতা
  10. ১/৪ চা চামচ চয়চ হিং
  11. ১ চা চামচ গোটা জিরা
  12. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  13. স্বাদমতোলবণ
  14. ১/২ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  15. ১/২ চা চামচ ধনে জিরা গুঁড়ো
  16. ১ টি টমেটো কুচি
  17. ৪ চা চামচ ঘি
  18. ১.৫ চা চামচ ক্রিম
  19. ১.৫কাপ মক্কার আটা
  20. ২ টো টমেটো পিউরি
  21. ১ চা চামচ গরম মসলা গুরো
  22. ১ মুঠো ধনে পাতা
  23. ১/২ কাপ গরম জল

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    সব উপকরণ একসঙ্গে সাজিয়ে নিলাম ও মকাই আটা মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,লবণ,ঘি, ধনে পাতা কুচি দিয়ে একটু মিশিয়ে নিলাম

  2. 2

    এবার সরষের স্যাগ ভালো করে ধুয়ে একটি কড়াই তে জল দিয়ে ১ মিনিট ফুটিয়ে জল ঝরিয়ে ঠান্ডা জলে ডুবিয়ে রেখে দিলাম ১ মিনিট ও তারপর বলেন্ড করে একটি পেস্ট তৈরি করে নিলাম

  3. 3

    এবার কড়াই তে ঘি দিয়ে তাতে গোটা জিরা, তেজপাতা, দারচিনি,কালো মরিচ,হিং, একে একে দিয়ে নাড়াচাড়া করতে হবে ১ মিনিট তারপর তাতে পিয়াজ কুচ,আদা রসুন বাটা দিয়ে ৪ মিনিট ভালো করে নাড়াচাড়া করে তাতে মাকাই আটা দিয়ে নেড়ে নিয়ে, টমেটো কুচি ও টমেটো পিউরি দিয়ে আরও ৩ মিনিট রান্না করে নিলাম কম আঁচে

  4. 4

    এবার একে একে লঙ্কা গুরো, জিরা ও ধোনে গুরো,গরম মসলা গুরো হলুদ গুরো ও সর্ষের সাগের ব্লেন্ডারে ব্লেন্ড করা পেস্ট কড়াই তে দিয়ে মিশিয়ে নেবো ও রান্না করে নেবো আরো ৩ মিনিট

  5. 5

    এবার জল শুকিয়ে আসলে এতে আমি ক্রিম যোগ করবো ও একটি পাত্রে একটু ধোনে পাতা কুচ দিয়ে গার্নিশ করে একটু ঠান্ডা হতে দেবো এবং অন্য দিকে মাকাই রুটি তৈরি করে নেবো।

  6. 6

    এবার নাড়াচাড়া করে রাখা মাকাই ও মসলা গুলো একটু গরম জল দিয়ে মেখে নেব ও একটি একটি করে রুটি শেখে নেবো ও ঘি লাগিয়ে নেবো

  7. 7

    এবার আগের থেকে ম্যারিনেট করা চিকেন, ওভেন দিয়ে চিকেন তন্দুরি রেডি করে নিয়েছি

  8. 8

    এবার একে একে সব রান্না একসাথে সাজিয়ে নেবো

  9. 9

    এবার এক গ্লাস লস্যি ও মুলো, পেয়াজের স্যালাড দিয়ে গরম গরম পরিবেশন করবো মকাই রুটি, সর্ষে শাক, লস্যি,মুলো স্যালাড ও চিকেন তন্দুরি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Payal Sen
Payal Sen @cook_18354746

মন্তব্যগুলি

Similar Recipes