ডিমের  শাহী  কোরমা (dimer shahi korma recipe in Bengali)

Sheela Biswas
Sheela Biswas @sheela_02

#ফুড টক

ডিমের  শাহী  কোরমা (dimer shahi korma recipe in Bengali)

#ফুড টক

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৫ টা সেদ্ধ ডিম
  2. ১/২ চা চামচ লংকা গুঁড়ো
  3. ১/২ চা চামচ জিরা গুঁড়ো
  4. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  5. ৫-৬ টা কাঁচা লংকা
  6. ৩ টা লবঙ্গ
  7. ৩ টা এলাচ
  8. ২ টো তেজপাতা
  9. ৩ টেবিল চামচ দই
  10. ৩ টা পেঁয়াজ (১ টা কুচি করে কাটা, আরেকটা গ্রাইন্ড করে নিয়েছি আর একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে ভেজে ( বেরেস্তা)তৈরি করে নিয়েছি
  11. ১ চা চামচ আদা রসুন বাটা
  12. ১/২ কাপ এর মত দুধ
  13. ১০-১১ টা কাজু
  14. ১ চা চামচ চিনি
  15. ১ চা চামচ কেওড়া জল
  16. ২ টেবিল চামচ ঘি
  17. স্বাদ অনুযায়ীনুন
  18. পরিমান মত তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথম আমি সব সামগ্রী গুলো একজায়গায় করে রেখেছি তারপর ডিম সেদ্ধ গুলো একটু একটু চাকু দিয়ে চিরে নিতে হবে ।

  2. 2

    এবার কাজু ও দই এর একটা পেস্ট তৈরি করে নিতে হবে।তারপর গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে ২ টেবিল চামচ তেল দিয়ে তেল গরম হলে ডিম গুলো হাল্কা করে ভেজে নিতে হবে ।

  3. 3

    তারপর ডিম ভাজা তেলের মধ্যে ২ টেবিল চামচ ঘি দিয়ে গোটা গরম মসলা দিয়ে একটু নাড়াচাড়া করে কাটা পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিতে হবে ।

  4. 4

    তারপর ওর মধ্যে পেস্ট করা পেঁয়াজ ও আদা রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধ টা না জাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে ।

  5. 5

    এবার একটু জল দিয়ে তারপর সব গুড়ো মসলা গুলো ও নুন দিয়ে তেল ছাড়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে ।

  6. 6

    এবার পেস্ট করা কাজু ও দই কে ঢেলে দিয়ে মিশিয়ে নিতে হবে।

  7. 7

    তারপর ডিম দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে । তারপর দুধ দিয়ে ৪-৫ মিনিট ঢেকে লো ফ্লেমে রান্না করতে হবে ।

  8. 8

    ৪-৫ মিনিট পর চিনি দিয়ে ও কাঁচা লংকা মধ্যে থেকে ফেরে দিয়ে দিতে হবে । ও ভেজে রাখা পেঁয়াজ (বেরেস্তা) দিয়ে আবার ২ মিনিট রান্না করতে হবে ।

  9. 9

    এবার কেবড়া জল দিয়ে নামিয়ে নিতে হবে ও সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন ।আমি এখানে প্লেটে সাজিয়ে উপর থেকে ভাজা পেঁয়াজ দিয়ে পরিবেশন করেছি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sheela Biswas
Sheela Biswas @sheela_02
কুকপ্যাড আমাদের হোম সেফদের জন্য এতো বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে তার জন্য কুকপ্যাড কে জানাই অসংখ্য ধন্যবাদ 🙏🙏
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes