শাহী ডিম কোর্মা (shahi dimer korma recipe in Bengali)

Suparna Mandal
Suparna Mandal @Suparna_2011

#GA4
#week26
এবারের ধাঁধা থেকে আমি কোরমা বেছে নিয়েছি।ভীষণই ভালো লাগে এই কোরমা ভাত বা রুটির সাথে।

শাহী ডিম কোর্মা (shahi dimer korma recipe in Bengali)

#GA4
#week26
এবারের ধাঁধা থেকে আমি কোরমা বেছে নিয়েছি।ভীষণই ভালো লাগে এই কোরমা ভাত বা রুটির সাথে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
২জন
  1. ১টা পেঁয়াজের বেরেস্তা
  2. ১টা মাঝারি পেঁয়াজ কুচি
  3. ১ চা চামচ আদা রসুন বাটা
  4. ১/২ চা চামচ গোটা গরম মসলা
  5. ১ টা তেজপাতা
  6. ৩চা চামচ সাদা তেল
  7. ১ টেবিল চামচ ঘি
  8. ২ টেবিল চামচ ফ্রেশ ক্রিম
  9. ৫-৬টা কাজু/আমন্ড
  10. ২টেবিল চামচ চারমগজ
  11. ৩-৪টে কাঁচা লঙ্কা
  12. ২ চা চামচ কিসমিস
  13. ১ চা চামচ ধনে গুঁড়ো
  14. ১/৩চা চামচ জিরে গুঁড়ো
  15. স্বাদ মতনুন ও চিনি
  16. ৪টে ডিম
  17. ১চিমটি গরম মশলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    পিয়াজ কুচি, আদা রসুন বাটা রেডী রাখুন। ডিম সিদ্ধ করে নিন। বেরেস্তা টাও মুচমুচে ভেজে তুলে রাখুন।

  2. 2

    প্যান এ সাদা তেল ও ঘি বসাও।ডিম হালকা ভেজে নাও। গোটা গরম মসলা আর তেজপাতা ফরন দিয়ে পিয়াজ কুচি টা দাও। পিয়াজ একটু নরম হলেই আদা রসুন বাটা টা দাও, জিরে ও ধনে গুঁড়ো টাও দাও।

  3. 3

    অন্যদিকে একটা মসলা বানিয়ে নাও বাদাম, কিসমিস, চার মগজ ও ফ্রেশ ক্রিম দিয়ে বেঁটে নাও। তেলে মসলা কষে গেলে এইটা দিয়ে কসলেই পাশ থেকে তেল বেরিয়ে আসলেই মসলা রেডী

  4. 4

    জল দিয়ে ডিমগুলো দিয়ে নুন মিষ্টি দিয়ে একটু ঢেকে রেখে দাও।গরম মসলা, ঘী ও বেরেস্তা দিয়ে পরিবেশন করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Suparna Mandal
Suparna Mandal @Suparna_2011
হ্যাঁ আমি রান্না করে খাওয়াতে খুব ভালোবাসি
আরও পড়ুন

Similar Recipes