শাহী এগ কোর্মা (shahi egg korma recipe in Bengali)

Riya Sarkar
Riya Sarkar @riya_1993

#প্রিয় লাঞ্চ রেসিপি

শাহী এগ কোর্মা (shahi egg korma recipe in Bengali)

#প্রিয় লাঞ্চ রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 8 টিডিম
  2. 2.5 কাপদুধ
  3. 1টিপেঁয়াজ কুঁচি
  4. 2টিপেঁয়াজ বাটা ( মাঝারি আকারের)
  5. 1 চা চামচরসুন বাটা
  6. 1/2 চা চামচআদা বাটা
  7. 2 চা চামচকাঁচা লঙ্কা বাটা
  8. 1 চা চামচটক দই
  9. 2 চা চামচকাজু বাটা
  10. 2 চা চামচচারমগজ বাটা
  11. 2 চা চামচসাদা তেল
  12. 2 চা চামচঘি
  13. 3 চা চামচলবঙ্গ
  14. ২টিছোট এলাচ
  15. 1 টুকরোদারুচিনি
  16. 4 চা চামচনুন
  17. 1 চা চামচচিনি
  18. 8-10 টিকিসমিস
  19. 2 চা চামচকেওড়া জল
  20. 2 চা চামচগোলাপ জল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ডিম গুলোকে 3 চামচ নুন দিয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ডিমের গা গুলো অল্প করে চিড়ে দিতে হবে ।।

  2. 2

    এরপর 2 চামচ তেল গরম করে ডিম গুলোকে হালকা বাদামি করে ফ্রাই করে নিতে হবে ।।আর কুচানো পেঁয়াজটা বাদামি কিরে বেরেস্তা ভেঁজে নিয়ে তুলে রাখতে হবে আলাদা করে ।।

  3. 3

    এবার ওই তেলে 2 চামচ ঘি দিয়ে তাতে দারুচিনি, লবঙ্গ, আর এলাচ ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর কাঁচালঙ্কা বাটা দিয়ে ভালো ভাবে কষাতে হবে । এবার 1 চামচ নুন আর 1 চামচ চিনি এড করতে হবে ।যখন মশলা থেকে ঘি ছাড়তে শুরু করবে তখন 2.5 কাপ দুধ এড করতে হবে ।।

  4. 4

    দুধ একটু ফুটলে সেখান থেকে অল্প দুধ তুলে সেটা দিয়ে কাজুবাটা আর চারমগজ বাটা টা একসাথে মিশিয়ে রাখতে হবে । আর দুধের মধ্যে ভাজা ডিম গুলো আস্তে আস্তে ছাড়তে হবে।।

  5. 5

    এবার ওই চারমগজ আর কাজু বাটার মিশ্রণটা আস্তে আস্তে ঢালতে হবে আর মেশাতে হবে ভালো করে ।।

  6. 6

    মিশ্রণটা বেশ খানিকটা ফুটে এলে তাতে দু চামচ কেওড়ার জল আর এক চামচ গোলাপ জল এড করে তারপর ভালো করে 1 চামচ ফেটানো টক দই এড করতে হবে ।।

  7. 7

    এবার গ্রেভি টা ঘন হওয়া অবধি ফোটাতে হবে ।। গ্রেভি ঘন হয়ে গেলে ওপর থেকে ভাঁজা বেরেস্তা আর কিসমিস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ।।

  8. 8

    গরম গরম মিষ্টি পোলাউএর সাথে বা শেকা পরোটার সাথে এটা ভীষণ ভালো যাবে ।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Riya Sarkar
Riya Sarkar @riya_1993

Similar Recipes